Advertisement

Kunal Ghosh: 'তদন্তের স্বার্থে সুদীপকে গ্রেফতার করা উচিত,' বিস্ফোরক পোস্ট কুণাল ঘোষের

দলেরই সাংসদ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ED ও CBI তদন্তের দাবি তুললেন কুণাল ঘোষ। প্রাক্তন তৃণমূল মুখপাত্রের দাবি, সুদীপ যখন হেফাজতে ছিলেন, তখন তাঁকে বড় অঙ্কের টাকা দেওয়া হয়েছে কিনা, এবং সেটি তিনি হাসপাতালে দিয়েছিলেন কিনা, তার তদন্ত করা উচিত। 

ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Mar 2024,
  • अपडेटेड 11:17 AM IST
  • দলেরই সাংসদ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ED ও CBI তদন্তের দাবি তুললেন কুণাল ঘোষ।
  • তৃণমূল মুখপাত্রের দাবি, সুদীপ যখন হেফাজতে ছিলেন, তখন তাঁকে বড় অঙ্কের টাকা দেওয়া হয়েছে কিনা, এবং সেটি তিনি হাসপাতালে দিয়েছিলেন কিনা, তার তদন্ত করা উচিত। 
  • শনিবার সকালে X হ্যান্ডেল পোস্টে কুণাল ঘোষ লেখেন, 'সাংসদ(MP) সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তাঁর তরফে AIIMS, ভুবনেশ্বরে টাকা প্রদানের বিষয়ে তদন্ত করতে হবে।'

দলেরই সাংসদ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ED ও CBI তদন্তের দাবি তুললেন কুণাল ঘোষ। প্রাক্তন তৃণমূল মুখপাত্রের দাবি, সুদীপ যখন হেফাজতে ছিলেন, তখন তাঁকে বড় অঙ্কের টাকা দেওয়া হয়েছে কিনা, এবং সেটি তিনি হাসপাতালে দিয়েছিলেন কিনা, তার তদন্ত করা উচিত। 

কুণালের X হ্যান্ডেলে পোস্ট:
শনিবার সকালে X হ্যান্ডেল পোস্টে কুণাল ঘোষ লেখেন, 'সাংসদ(MP) সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তাঁর তরফে AIIMS, ভুবনেশ্বরে টাকা প্রদানের বিষয়ে তদন্ত করতে হবে।' তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখার দাবি তুলেছেন কুণাল। সুদীপ বন্দ্যোপাধ্যায় কোনও টাকা পেয়েছেন কিনা, এবং ভুবনেশ্বর এইমস-এ তিনি যে টাকা দিয়েছেন, তার তদন্তের আর্জি জানিয়েছেন কুণাল। এক্ষেত্রে লেনদেনে কোনও অংসগতি দেখা দিলে সুদীপের কয়লা দুর্নীতির সঙ্গে যোগ থাকতে পারে, দাবি কুণালের। 

শুধু তাই নয়, কুণাল আরও বলেন, তদন্তের স্বার্থে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এমন পরিস্থিতিতে গ্রেফতার করা উচিত। 

এর পাশাপাশি তিনি আরও বলেন, 'এজেন্সিগুলি যদি এটি এড়ানোর চেষ্টা করে, তাহলে এই বিষয়ে তদন্তের জন্য আমাদের আদালতে আবেদন করা উচিত।'

উল্লেখ্য, সম্প্রতি কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ‘বিজেপির লোক’ বলে দাবি করেন। 

এর আগেও বেশ কয়েকবার কুণাল ঘোষের মন্তব্য ঘিরে অস্বস্তি বেড়েছে তৃণমূলের। নবীন-প্রবীন বিতর্ক, দুর্নীতি ইস্যুতে একের পর এক বিতর্কিত মন্তব্য করেন তিনি।

সম্প্রতি এক্স হ্যান্ডেলের বায়ো থেকে তৃণমূলের মুখপাত্রের পরিচয় মুছে ফেলেন কুণাল। এখন তাঁর বায়োতে শুধু লেখা, সাংবাদিক ও সমাজকর্মী। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement