Advertisement

Kunal Ghosh on Doctors: জুনিয়র ডাক্তার দেবাশিস, অনিকেতদের বিরুদ্ধে FIR-এর হুঁশিয়ারি কুণালের, শুধু কিঞ্জলে 'নরম', কেন?

Kunal Ghosh on Doctors: আজ বিকালে নবান্নে মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তারদের বৈঠক। তার আগে ডাক্তারদের 'পরামর্শ' দিয়ে রাখলেন কুণাল ঘোষ। 'বামেদের' প্ররোচনায় বৈঠক ভেস্তে না দেওয়ার আর্জি জানালেন তিনি। বললেন, 'মঙ্গলবার জোর করে হাসপাতালে ধর্মঘট...  যদি কোনও রোগীর কোনও ক্ষতি হয়, তখন সবাই প্রস্তুত থাকুন, যে যেখানে থাকুন, এই ডাক্তার দেবাশিস হালদার, ডাক্তার অনিকেত মাহাতো, যাঁরা এই বিশৃঙ্খলার মাতব্বর, এঁদের নামে FIR করুন।'

Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Oct 2024,
  • अपडेटेड 3:12 PM IST

Kunal Ghosh on Doctors: আজ বিকালে নবান্নে মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তারদের বৈঠক। তার আগে ডাক্তারদের 'পরামর্শ' দিয়ে রাখলেন কুণাল ঘোষ। 'বামেদের' প্ররোচনায় বৈঠক ভেস্তে না দেওয়ার আর্জি জানালেন তিনি। বললেন, 'মঙ্গলবার জোর করে হাসপাতালে ধর্মঘট...  যদি কোনও রোগীর কোনও ক্ষতি হয়, তখন সবাই প্রস্তুত থাকুন, যে যেখানে থাকুন, এই ডাক্তার দেবাশিস হালদার, ডাক্তার অনিকেত মাহাতো, যাঁরা এই বিশৃঙ্খলার মাতব্বর, এঁদের নামে FIR করুন।'

আরও পড়ুন: সেই ডাক্তারকে কুণালের নিশানা, 'বিচিত্রবীর্য গোস্বামী', ১৫০ গ্রাম বীর্য বিজ্ঞানসম্মত?

'ডঃ কিঞ্জল নন্দ প্রকাশ্যে ওদের হয়ে থাকলেও...'

উল্লেখযোগ্য বিষয়টি হল, এদিন আন্দোলনকারী ডাক্তারদের দুই মুখের নাম নিলেও FIR-এ ডাক্তার কিঞ্জল নন্দের নাম না রাখার অনুরোধ করলেন কুণাল। কেন? বললেন, 'এর মধ্যে সূত্রের খবর, ডাক্তার কিঞ্জল নন্দ প্রকাশ্যে ওদের হয়ে থাকলেও মন থেকে এই অরাজকতায় সাড়া দিচ্ছেন না। তাই ডঃ কিঞ্জল নন্দের নাম সেখানে রাখবেন না।'

'কলকাতা পুলিশের গ্রেফতার করা সঞ্জয়কেই চার্জশিট দেওয়া হয়েছে'

কুণাল বলেন, 'মুখ্যমন্ত্রী বারবার অভিভাবকের মতো সংবেদনশীল, সদিচ্ছা দেখিয়ে, কখনও সল্টলেকে ধর্নামঞ্চে গিয়েছেন, কখনও বাড়িতে ডেকেছেন, কখনও নবান্নে ডেকেছেন। কখনও মুখ্যসচিবকে পাঠিয়েছেন। আলোচনা চলছে। বহু দাবি, পরিকাঠামো। এখন তদন্ত সিবিআই করছে। কলকাতা পুলিশের গ্রেফতার করা সঞ্জয়কেই চার্জশিট দেওয়া হয়েছে। আরও তদন্ত চলছে। সুপ্রিম কোর্ট মনিটর করছে, বিচার হচ্ছে শিয়ালদা কোর্টে। আপনারা অনশন তুলে নিন। আজকের যে বৈঠক আছে, তাতে সদর্থকভাবে সাড়া দিন।'

পড়ুন: 'ডাক্তারদের একাংশ মুখোশধারী, তাদের চিনে রাখুন', ফের নিশানা কুণালের

'বাম বা অতিবামের প্ররোচনায়...'

'কোনও বাম বা অতিবামের প্ররোচনায় পা দিয়ে পরিকল্পিতভাবে এই বৈঠকটা জেদাজেদিতে নিয়ে গিয়ে ভেস্তে দেবেন না। কৃতী মেধাবী ছাত্রছাত্রীরা আমাদের ঘরের ছেলেমেয়েরা অনশনটা তুলে নিন। আলোচনার মাধ্যমে বাকি যেটুকু আছে, মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবকের মতো আছেন,' বলেন কুণাল।

ডাক্তার কিঞ্জল নন্দের প্রতিক্রিয়া

Advertisement
ডাক্তার কিঞ্জল নন্দের ফেসবুক পোস্ট।

আজ বিকেলে বৈঠক

সোমবার বিকেলে নবান্নে যাবেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরও একবার মুখোমুখি আলোচনায় বসবেন। দশ দফা দাবি পূরণের সময়সীমা দিক সরকার, চাইছেন জুনিয়র চিকিৎসকরা। এদিকে সমস্ত দাবি পূরণের চেষ্টা ও আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। দাবি পূরণ হলে তবেই অনশন তোলা হবে, আগেই জানিয়েছিলেন ডাক্তাররা। ফলে আজকের বৈঠক যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement