Advertisement

Kurmi Community Agitation: নেতা 'না' বললেও অবরোধে কুরমিরা, সরকারি বাসে ধর্মঘট, চরম ভোগান্তি

Kurmi Agitation: টানা পাঁচদিন সড়ক-রেল অবরোধ করে আদিবাসী কুরমি সমাজের আন্দোলন। বিপর্যস্ত হয়ে পড়ে পুরুলিয়ার কুস্তাউর রেলস্টেশন।  প্রায় ১০০ ঘন্টা ধরে চলেছে এই বিক্ষোভ। শনিবার সকালেই ওয়েলফেয়ার কমিটির বৈঠকের পর ঠিক হয় উঠবে আন্দোলন।

কুরমি সমাজের আন্দোলন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Sep 2022,
  • अपडेटेड 7:06 PM IST
  • টানা পাঁচদিন সড়ক-রেল অবরোধ করে আদিবাসী কুরমি সমাজের আন্দোলন
  • বিপর্যস্ত হয়ে পড়ে পুরুলিয়ার কুস্তাউর রেলস্টেশন
  • প্রায় ১০০ ঘন্টা ধরে চলেছে এই বিক্ষোভ

Kurmi Agitation: টানা পাঁচদিন সড়ক-রেল অবরোধ করে আদিবাসী কুরমি সমাজের আন্দোলন (Kurmi Community Protest)। বিপর্যস্ত হয়ে পড়ে পুরুলিয়ার কুস্তাউর রেলস্টেশন।  প্রায় ১০০ ঘন্টা ধরে চলেছে এই বিক্ষোভ। শনিবার সকালেই ওয়েলফেয়ার কমিটির বৈঠকের পর ঠিক হয় উঠবে আন্দোলন। পুরুলিয়া জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন কুরমি নেতৃত্ব। কিন্তু তা সত্ত্বেও আন্দোলন জিইয়ে রইল দু'জায়গায়। পুরুলিয়ার কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতেও এখনও ওঠেনি অবরোধ।

খবর অনুযায়ী, কুডরমি সমাজের মূল নেতাদের সঙ্গে বিক্ষোভকারীদের মতভেদের কারণেই এই মতানৈক্য। পাঁচদিন টানা বিক্ষোভের পর কুডরমি সমাজের প্রধান নেতা অজিতপ্রসাদ মাহাতো আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা করেন। উৎসবের মরসুমে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে এই কারণও দর্শান তিনি। বলেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই লড়াই চলবে। এমন নয় যে, প্রত্যাহার করলাম বলে আর আন্দোলন করব না। ফুর্তি করতে আন্দোলন করছি না। দাবি নিয়ে আগামী দিনে প্রয়োজন হলে আবার লড়াইয়ে নামব।

এ ঘোষণার পরও কুস্তাউর থেকে ওঠানো গেল না আন্দোলন। খেমাশুলিতেও চলল আন্দোলন। তাদের রাজ্য সম্পাদক রাজেশ মাহাতো জানান, এখনও আমাদের দাবি পূরণ হয়নি। পুরুলিয়া থেকে আদৌ আন্দোলন উঠেছে কি না, তা জানা নেই।

তবে এই আন্দোলনকে কেন্দ্র করে পুজোর আগে দক্ষিণে চরম বাস ভোগান্তি। প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন রুটে এসবিএসটিসি (SBSTC) বাস চলাচল ব্যাহত হয়েছে।  এসবিএসটিসি-র অস্থায়ী কর্মীরা কর্মবিরতিতে রয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে বিপর্যস্ত সরকারি বাস পরিষেবা। যার ফলে বেসরকারি বাসের ওপর আসছে চাপ। কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, দিঘা, মেদিনীপুর, বাঁকুড়ায় চরম পরিবহণ সঙ্কট। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement