Advertisement

Kurmi Rail Blockage/ Train Cancelled: কুরমি আন্দোলন: হাওড়া-পুরুলিয়া-আদ্রা-খড়গপুরে বহু ট্রেন বাতিল-রুট বদল

কুড়মি সম্প্রদায়ের রেল অবরোধের জেরে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখা ও পূর্ব রেলের আদ্রা শাখার রেল যোগাযোগ। বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখা ও পূর্ব রেলের আদ্রা শাখার রেল যোগাযোগ। ২৪ ঘণ্টা পরেও পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে রেল অবরোধ ও ধর্না চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।

২৪ ঘণ্টা পরেও পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে রেল অবরোধ ও ধর্না চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। ছবি: পিটিআই।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Sep 2022,
  • अपडेटेड 3:07 PM IST
  • কুড়মি সম্প্রদায়ের রেল অবরোধের জেরে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখা ও পূর্ব রেলের আদ্রা শাখার রেল যোগাযোগ।
  • বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখা ও পূর্ব রেলের আদ্রা শাখার রেল যোগাযোগ।
  • ২৪ ঘণ্টা পরেও পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে রেল অবরোধ ও ধর্না চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।

Kurmi Rail Blockage: কুড়মি সম্প্রদায়ের রেল অবরোধের জেরে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখা ও পূর্ব রেলের আদ্রা শাখার রেল যোগাযোগ। ২৪ ঘণ্টা পরেও পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে রেল অবরোধ ও ধর্না চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। কুড়মি জাতিকে তপশিলি উপজাতির তালিকাভুক্ত করার দাবি কুরমালি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে তালিকাভুক্ত সহ একাধিক দাবিতে গতকাল থেকেই অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ শুরু হয়েছে।

এই অবরোধের জেরে রেলের আদ্রা ডিভিশনের ১১টি প্যাসেঞ্জার আর এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। রুট বদল করা হয়েছে ৬টি এক্সপ্রেস ট্রেনের। এছাড়াও ৭টি প্যাসেঞ্জার আর এক্সপ্রেস ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে।

এই অবরোধে গতকালই ১৭টি ট্রেন বাতিল করা হয়। সেই সঙ্গে ১২টি প্যাসেঞ্জার-এক্সপ্রেস ট্রেনের রুটও সংক্ষিপ্ত করা হয়। এর পাশাপাশি ১৩টি ট্রেনের রুট বদলে দেওয়া হয়। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অবরোধে ব্যাপক হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের।

মঙ্গলবার বেলার দিকে অবরোধ আরও বড় আকার নেয়। গতকাল দুপুর থেকে গোলকুণ্ডা এলাকায় পুরুলিয়া-বরাকর রাজ্যসড়ক অবরোধ করেন কুড়মি সম্প্রদায়ের আন্দোলনকারীরা। এতে সমস্যায় পড়তে হয় স্কুল-পড়ুয়া থেকে সাধারণ যাত্রীদের। তবে সন্ধ্যায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। আজ ফের ভোর ৫টা নাগাদ থেকে ধর্না-অবরোধ শুরু করেছেন কুড়মি সম্প্রদায়ের মানুষ। বাংলা ছাড়াও ঝাড়খণ্ড, ওড়িশাতেও রেল অবরোধ চালাচ্ছে কুড়মি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন।

আজ সকাল থেকে হয়রানির আশঙ্কায় পুরুলিয়া-আদ্রা শাখায় ৩টি লোকাল বাতিল করা হয়েছে। যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বেশ কিছু ট্রেনের। পশ্চিম মেদিনীপুরে খড়গপুর শাখার খেমাশুলি স্টেশনে সকাল ৬টা থেকেই রেল অবরোধ শুরু হয়েছে। অবরোধের জেরে টাটানগর-খড়্গপুর প্যসেনঞ্জার, চক্রধরপুর-টাটানগর-খড়্গপুর, চক্রধরপুর-গোমো এক্সপ্রেস, খড়্গপুর-টাটানগর স্পেশাল, দুটি খড়্গপুর-ঝাড়গ্রাম স্পেশাল ট্রেন, ধানবাদ-ঝাড়গ্রাম এক্সপ্রেস, আসানসোল-রাঁচী প্যাসেনঞ্জার-এর মতো একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement