Advertisement

Madan Mitra: এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ছেড়ে দিন, টাটাকে ক্ষতিপূরণ নিয়ে বললেন মদন মিত্র

সিঙ্গুর মামলায় রাজ্যকে ১১% সুদ সহ টাটা মোটর্সকে ৭৬৬ কোটি টাকা প্রদান করার নির্দেশ দিয়েছে মধ্যস্থতাকারী প্যানেল। এদিন টাটাকে রাজ্যের ক্ষতিপূরণের প্রসঙ্গে মদন মিত্র বলেন, 'কেন্দ্রীয় সরকার আমাদের ১ লক্ষ কোটি টাকা বাকি দিক। ২১-২২ লক্ষ লোকের ১০০ দিনের টাকা দেয়নি। স্বাস্থ্যসাথী থেকে লক্ষীর ভাণ্ডার, সব প্রকল্পের টাকা বন্ধ। তারপরেও তো রাজ্য দেউলিয়া হয়ে যায়নি। '

INDIA জোট নিয়ে আত্মবিশ্বাসী মদন মিত্র
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Nov 2023,
  • अपडेटेड 5:44 PM IST
  • সিঙ্গুর মামলায় রাজ্যকে ১১% সুদ সহ টাটা মোটর্সকে ৭৬৬ কোটি টাকা প্রদান করার নির্দেশ দিয়েছে মধ্যস্থতাকারী প্যানেল।
  • টাটাকে রাজ্যের ক্ষতিপূরণের প্রসঙ্গে মদন মিত্র বলেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ছেড়ে দিন। আর এইসব ব্যাপারে যা ব্যাখা, যা বক্তব্য, আমাদের আইনি সেল আছে, তাঁরা বলবেন।
  • মদন মিত্র বলেন, 'আমি শুধু এটুকুই বলব যে যত দিক দিয়েই চেষ্টা করুন, শেষ পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গকে পিছনে ফেলা যাবে না।'

Madan Mitra: সিঙ্গুর মামলায় রাজ্যকে ১১% সুদ সহ টাটা মোটর্সকে ৭৬৬ কোটি টাকা প্রদান করার নির্দেশ দিয়েছে মধ্যস্থতাকারী প্যানেল।এদিন টাটাকে রাজ্যের ক্ষতিপূরণের প্রসঙ্গে মদন মিত্র বলেন, 'কেন্দ্রীয় সরকার আমাদের ১ লক্ষ কোটি টাকা বাকি দিক। ২১-২২ লক্ষ লোকের ১০০ দিনের টাকা দেয়নি। স্বাস্থ্যসাথী থেকে লক্ষীর ভাণ্ডার, সব প্রকল্পের টাকা বন্ধ। তারপরেও তো রাজ্য দেউলিয়া হয়ে যায়নি। পটনায় একসময়ে এমন অবস্থা হয়েছিল, ১২ বছর ধরে শিক্ষকরা বেতন পাননি। তো এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ছেড়ে দিন। আর এইসব ব্যাপারে যা ব্যাখা, যা বক্তব্য, আমাদের আইনি সেল আছে, তাঁরা বলবেন। 

এরপরেই মদন মিত্র বলেন, 'আমি শুধু এটুকুই বলব যে যত দিক দিয়েই চেষ্টা করুন, শেষ পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গকে পিছনে ফেলা যাবে না। INDIA কিন্তু ক্ষমতায় আসছে। পশ্চিমবঙ্গে আমরা রেডি মানে কাল ভোট হলে আমরা কাল রেডি। কোনওকিছুতেই কিছু করা যাবে না। নিশ্চিতভাবে এবারে বিজেপি ১৮ তো দূর অস্ত, ৪-৫-এ আসতে পারে কিনা তাই নিয়ে খুব সন্দেহ। তাই আমরা লড়তে তৈরি। যত কিছু যা অভিযোগ আসছে, তার সব আমরা ভোটে উত্তর দিতে তৈরি।'

জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ED-র তৎপরতা নিয়েও এদিন মুখ খোলেন মদন। পুরোটাই ২০২৪-এর নির্বাচনের আগে পরিকল্পনামাফিক করা হচ্ছে বলে তিনি দাবি করেন। মদন বলেন, দেখার এটাই যে বিজেপির কাউকে ডাকছে না। শুভেন্দুকে চুরি করতে দেখা গিয়েছে, তাঁকে দেখা যাচ্ছে না। বিজেপির ভারতবর্ষে বোধ হয় এক-দেড়শো এমপি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। তাদেরকে ডাকছে না। তাহলে যদি এটাই দেশের আইন হয়, যে আমার দলে থেকে তুমি চুরি করলে নিস্তার। আর যদি তুমি অন্য দলে থাক তাহলে চুরি কর আর না কর, তোমার বিরুদ্ধে অভিযোগ আনা হবে। 

Advertisement

মদন বলেন, 'ঠিক আছে তদন্ত এগোচ্ছে। আমরা তো সহযোগিতা করছি। তদন্ত হোক না। সবকিছুর তো তদন্ত আগে।'

এরপর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ করে বলেন, 'আমার খালি একটাই বক্তব্য। যে টাকা নিচ্ছে, যে শাসক দল, সেই দলের নেতা শুভেন্দু অধিকারী বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার যদি এক কান কাটা হতে যেতে পারত না। তার দুই কান কাটা। সে বলুক না রাস্তায় দাঁড়িয়ে, হ্যাঁ আমি চুরি করেছি। সারদা নারদায় আমি চোর। কিন্তু আমি বিজেপি করে বলে আমাকে ধরছে না। শুধু পশ্চিমবঙ্গকে ভয় দেখানো, ধমকানো-চমকানো, হারিয়ে দেওয়ার চেষ্টা।'

এরপর আত্মবিশ্বাসের সুরে মদন মিত্র বলেন, 'নিশ্চিতভাবে জেনে রাখুন, যদি মার্চ থেকে মে মাসের মধ্যেও নির্বাচন হয়, নিশ্চিতভাবেই INDIA জোট ক্ষমতায় আসছে। এটা এখন যা-ই হচ্ছে, সবটাই কিন্তু নির্বাচনের পরিপ্রেক্ষিতে।'

মহুয়া মৈত্রের পাশে দল দাঁড়াচ্ছে না কেন? এই প্রশ্নের উত্তরে মদন বলেন, 'মহুয়া মৈত্রের পাশে দল দাঁড়াচ্ছে না কেন তা আমি কীভাবে বলব? আমি তো দল নই। আমি দলের একজন কর্মী। আমার দলে আমার নেত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। আমার মনে হয় না সব ব্যাপারে সবার বলা উচিত। প্রত্যেকের একটা নির্দিষ্ট গণ্ডি রয়েছে। আমার যে গণ্ডি, সেটা হল, আমি একজন সৈনিক। এটুকু জানিয়ে রাখলাম, কাল যদি নির্বাচন হয়, কালকেই আমরা জেতার জন্য তৈরি। এবার লড়াই ৪২টায় ৪২টার লড়াই। INDIA জিতছে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement