Advertisement

WB Weather Update: ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতা সহ ১২টি জেলায় অ্যালার্ট জারি

শুক্রবার সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা তথা দক্ষিণবঙ্গের নানা প্রান্ত (Weather Rain Update)। গতকাল রাত থেকেই শুরু হয়েছে একটানা এই বৃষ্টি। সকালেও তার বিরাম নেই। আবহাওয়া অফিস সূত্রের খবর, আগামীকাল, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে এমনই অবস্থা।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Aug 2023,
  • अपडेटेड 10:06 AM IST
  • শুক্রবার সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা তথা দক্ষিণবঙ্গের নানা প্রান্ত (Weather Rain Update)।
  •  গতকাল রাত থেকেই শুরু হয়েছে একটানা এই বৃষ্টি।

শুক্রবার সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা তথা দক্ষিণবঙ্গের নানা প্রান্ত (Weather Rain Update)। গতকাল রাত থেকেই শুরু হয়েছে একটানা এই বৃষ্টি। সকালেও তার বিরাম নেই। আবহাওয়া অফিস সূত্রের খবর, আগামীকাল, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে এমনই অবস্থা। মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গে এই বর্ষাকালীন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমেছে। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবারের পর কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন মূলত মেঘলা আকাশ। দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

শুধু দক্ষিণ নয়, ভাসবে উত্তরও। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে দক্ষিণবঙ্গে আর উত্তরে থাকছে নিম্নচাপ অক্ষরেখার প্রভাব। আপাতত পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে উত্তর প্রদেশ থেকে অসম পর্যন্ত। বিহার এবং সিকিম ও উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে সেটি। অন্যদিকে, দক্ষিণবঙ্গের ডায়মন্ড হারবারের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা।

মূলত উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় জারি থাকছে কমলা সতর্কতা। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় শুক্রবার সারাদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। এছাড়া কোচবিহার ও দার্জিলিং জেলায় বৃষ্টি হতে পারে ১০০ মিলিমিটার পর্যন্ত। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার থাকবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হতে পারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃষ্টি। রবিবার থেকে কিছুটা কমবে বৃষ্টি।

আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার ১১০ মিলিমিটার পর্যন্ত  বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের চার জেলায়। সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। শনিবার থেকে বৃষ্টি কমবে।

Advertisement

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। নিম্নচাপ অক্ষরেখার প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। আজ, শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement