Advertisement

Medical Exam Rules: ডাক্তারদের পরীক্ষারও লাইভস্ট্রিমিং, আরও একাধিক কড়া পদক্ষেপ রাজ্যের

ডাক্তারি পরীক্ষায় বিন্দুমাত্র অনিয়ম নয়। কড়া নির্দেশ রাজ্য সরকারের। আর সেই মতোই এবার ডাক্তারির পরীক্ষাকেন্দ্রের সরাসরি লাইভ স্ট্রিমিং করা হবে। সিসিটিভির মাধ্যমে পরীক্ষা চলাকালীন কড়া নজরদারি চালানো হবে।

এবার ডাক্তারদের পরীক্ষারও লাইভস্ট্রিমিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Nov 2024,
  • अपडेटेड 10:53 AM IST

ডাক্তারি পরীক্ষায় বিন্দুমাত্র অনিয়ম নয়। কড়া নির্দেশ রাজ্য সরকারের। আর সেই মতোই এবার ডাক্তারির পরীক্ষাকেন্দ্রের সরাসরি লাইভ স্ট্রিমিং করা হবে। সিসিটিভির মাধ্যমে পরীক্ষা চলাকালীন কড়া নজরদারি চালানো হবে। সম্প্রতি আরজি করের ঘটনার পর জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে নামেন। সেখানে তাঁদের অন্য়তম দাবি ছিল, ডাক্তারির পরীক্ষায় অনিয়ম রোখা। সেই মতোই কঠোর হচ্ছে রাজ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই ডাক্তারি পরীক্ষা কড়া নজরদারি চালানো হবে। 

কোনও পরীক্ষার্থীকে পরীক্ষা চলাকালীন টুকলি বা অন্য অনিয়ম করতে দেখলেই সঙ্গে সঙ্গে অভিযুক্তের খাতা বাতিল করা হবে। মোবাইল নিয়ে পরীক্ষা দিতে ঢুকলেও সেই পরীক্ষার্থীকে আর পরীক্ষা দিতে দেওয়া হবে না বলে নিয়ম। 

সূত্রের খবর, এর পাশাপাশি আরও কিছু নিয়ম নেওয়া হয়েছে। কিন্তু সেগুলো আপাতত গোপনই রাখা হচ্ছে। যাতে কেউ কোনওভাবেই পরীক্ষার সময়ে নজরদারি এড়াতে না পারেন, সেই কারণেই এই সিদ্ধান্ত। 

প্রশ্ন ফাঁস রুখতে বাড়তি সতর্কতা

মেডিকেল পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে বলেও দাবি করেছিলেন জুনিয়র ডাক্তাররা। আর সেই কারণেই এবার পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতেও নেওয়া হয়েছে বাড়তি সতর্করা। পরীক্ষাকেন্দ্র প্রশ্ন পাঠানোর প্রক্রিয়ায় কড়া নজরদারি চালানো হবে। 

পরীক্ষার খাতা নিয়েও নিয়ম

বৃহস্পতিবার প্রকাশিত নির্দেশিকায় স্পষ্ট বলে দেওয়া হয়েছে, উত্তরপত্রে যেন কারও নাম উল্লেখ করা না থাকে। শুধুমাত্র বারকোড ও কোড নম্বর থাকবে। এর ফলে কোন খাতা কোন পরীক্ষার্থীর তা কোনওভাবেই বোঝা যাবে না। 
 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement