Advertisement

Durga Puja Special Trains: দুর্গাপুজোর ভিড় সামলাতে হাওড়া থেকে রাতভর চলবে লোকাল ট্রেন

দুর্গাপুজোর সময়ে হাওড়া মেন ও কর্ড লাইনে যাত্রীদের ভিড় উপচে পড়ে। শহরতলি, জেলা থেকে পুজো দেখতে কলকাতায় আসেন হাজার-হাজার মানুষ। আর সেই কারণে আটটি অতিরিক্ত EMU স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা করেছে পূর্ব রেল৷ পুজোর প্রতিদিনই এই স্পেশাল ট্রেনগুলি চলবে। সপ্তমী/অষ্টমী (২১-২২ অক্টোবর), অষ্টমী/নবমী (২২-২৩ অক্টোবর), এবং নবমী/দশমী (২৩-২৪ অক্টোবর) রাতে রুটে ব্যান্ডেল, তারকেশ্বর, এবং বর্ধমান লোকাল (মেইন এবং ভায়া কর্ড) সমস্ত স্টেশনে স্টপেজে থামবে।

দুর্গা পূজার সময় অতিরিক্ত স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Oct 2023,
  • अपडेटेड 9:09 PM IST
  • দুর্গাপুজোর সময়ে হাওড়া মেন ও কর্ড লাইনে যাত্রীদের ভিড় উপচে পড়ে।
  • শহরতলি, জেলা থেকে পুজো দেখতে কলকাতায় আসেন হাজার-হাজার মানুষ।
  • আর সেই কারণে আটটি অতিরিক্ত EMU স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা করেছে পূর্ব রেল৷

দুর্গাপুজোর সময়ে হাওড়া মেন ও কর্ড লাইনে যাত্রীদের ভিড় উপচে পড়ে। শহরতলি, জেলা থেকে পুজো দেখতে কলকাতায় আসেন হাজার-হাজার মানুষ। আর সেই কারণে আটটি অতিরিক্ত EMU স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা করেছে পূর্ব রেল৷

পুজোর প্রতিদিনই এই স্পেশাল ট্রেনগুলি চলবে। সপ্তমী/অষ্টমী (২১-২২ অক্টোবর), অষ্টমী/নবমী (২২-২৩ অক্টোবর), এবং নবমী/দশমী (২৩-২৪ অক্টোবর) রাতে রুটে ব্যান্ডেল, তারকেশ্বর, এবং বর্ধমান লোকাল (মেইন এবং ভায়া কর্ড) সমস্ত স্টেশনে স্টপেজে থামবে। 

অতিরিক্ত পরিষেবা:
* এক জোড়া হাওড়া-বর্ধমান EMU স্পেশাল ভায়া ব্যান্ডেল (হাওড়া ছাড়বে ০০:৪৫ টায়।  ২১:৪০ টায় বর্ধমান ছাড়বে।)
* ডানকুনি হয়ে হাওড়া-বর্ধমান EMU স্পেশাল এক জোড়া (হাওড়া থেকে ০১:১৫ টায় ছাড়বে এবং ২২:৩০ টায় বর্ধমান ছাড়বে।)
* হাওড়া-ব্যান্ডেল EMU স্পেশালগুলির এক জোড়া (হাওড়া থেকে ০১:০০ টায় ছাড়বে এবং ব্যান্ডেল ২৩:৩০ টায় ছাড়বে।)
* এক জোড়া শেওড়াফুলি-তারকেশ্বর EMU স্পেশাল (শেওরাফুলি ছাড়বে ০০:২৫ টায়। এবং তারকেশ্বর ২৩:০০ টায় ছাড়বে।)

এছাড়াও, ০৩০৫১ হাওড়া-বর্ধমান (ভায়া ব্যান্ডেল) মেমু লোকাল (হাওড়া থেকে ০১:৫০ টায় ছাড়বে) হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার পথে ২২, ২৩ এবং ২৪ অক্টোবর সমস্ত স্টেশনে থামবে।  

৩৭২২০ ব্যান্ডেল –হাওড়া লোকাল (০৫:৪০ টায় ব্যান্ডেল ছাড়বে) উপরে উল্লিখিত ছয় দিনই নিজস্ব রুট এবং সময় অনুযায়ী চলবে।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement