Advertisement

'আফগানিস্তানের মতো বাংলাকে দখল করেছে তালিবান', TMC-কে আক্রমণ লকেটের

লকেট চট্টোপাধ্যায়ের আরও অভিযোগ, 'জয়রাজ পালের ওপরে প্রকাশ্যে হামলা হয়েছে। মারধরে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। তাঁর মাথার দুটি স্নায়ুও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।' আর এক্ষেত্রে পুলিশ (Police) কোনও পদক্ষেপ না করে উলটে বিজেপিকেই চোখ রাঙাচ্ছে বলেও অভিযোগ করেন হুগলির সাংসদ। 

লকেট চট্টোপাধ্যায়
ভোলানাথ সাহা
  • হুগলি,
  • 18 Aug 2021,
  • अपडेटेड 8:58 PM IST
  • হুগলিতে আক্রান্ত বিজেপির ওবিসি মোর্চার সভাপতি
  • দেখতে গেলেন লকেট চট্টোপাধ্যায়
  • তৃণমূল ও পুলিশের তীব্র সমালোচনা

'দেখে মনে হচ্ছে বাংলাকে আফগানিস্তানের (Afghanistan) মতো দখল করে নিয়েছে তালিবানরা (Taliban)।' দলের ওবিসি মোর্চার আহত জেলা সভাপতিকে দেখতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। লকেট বলেন, 'তৃণমূলের মদদপুষ্ট দুষ্কৃতীদের হাত পা চোখ সবই আছে, কিন্তু তারা মানুষের মতো আচরণ করছে না।' 

অভিযোগ, বিজেপির (BJP) হুগলি জেলা ওবিসি মোর্চার সভাপতি জয়রাজ পালের ওপর মঙ্গলবার রাতে হামলা চালায় তৃণমূল (TMC) আশ্রিত দুস্কৃতীরা। বুধবার সকালে তাঁকেই দেখতে যান লকেট চট্টোপাধ্যায়। পরে হুগলির সাংসদ বলেন, 'তৃণমূল ভাবছে তৃতীয়বার ক্ষমতায় এসে বাংলাকে বিজেপি শূন্য করে দেবে। কিন্তু সেটা তৃণমূলের দিবাস্বপ্ন।' তাঁর অভিযোগ, 'বিধানসভা নির্বাচন হওয়ার পর বহু তরতাজা যুবকের প্রাণ গিয়েছে। শুধু বিজেপি করার অপরাধে নেতা কর্মীদের ওপরে হামলা হচ্ছে। এত কিছুর পরেও হিংসা থামাচ্ছে না তৃণমূল।'

লকেট চট্টোপাধ্যায়ের আরও অভিযোগ, 'জয়রাজ পালের ওপরে প্রকাশ্যে হামলা হয়েছে। মারধরে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। তাঁর মাথার দুটি স্নায়ুও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।' আর এক্ষেত্রে পুলিশ (Police) কোনও পদক্ষেপ না করে উলটে বিজেপিকেই চোখ রাঙাচ্ছে বলেও অভিযোগ করেন হুগলির সাংসদ। 

প্রসঙ্গত মঙ্গলবার তৃণমূলের বিক্ষোভের মুখে পড়ে প্রায় একই ধরনের কথা শোনা যায় বিজেপি নেতা তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) মুখে। এদিন দলের এক সমর্থকের বাড়িতে মনসা পুজোর অনুষ্ঠানে যোগ দিতে যান জিতেন্দ্র। বহুলা গ্রামে ঢোকার মুখে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন তিনি। প্রায় ঘণ্টা দেড়েক চলে বিক্ষোভ। সেই ঘটনার প্রেক্ষিতেই পাণ্ডবেশ্বরে তালিবানী রাজ চলছে বলে অভিযোগ করেন জিতেন্দ্র তিওয়ারি। 
 

 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement