Advertisement

গরমে অসুস্থ, ভোটের বীরভূমে CRPF জওয়ানের মৃত্যু

ভোটের ডিউটিতে এসে গরমে অসুস্থ হয়ে মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের। ঘটনা বীরভূমের মুরারই ২ নম্বর ব্লকের পাইকর জাজিগ্রাম ২০৩ নম্বর বুথে। মৃত জওয়ানের নাম মহেন্দ্র সিং। তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার জেরে ওই বুথে শোকের ছায়া নেমে আসে।

ডিউটিতে এসে মৃত্যু হল জওয়ানের। ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 May 2024,
  • अपडेटेड 2:14 PM IST
  • ভোটের ডিউটিতে এসে গরমে অসুস্থ হয়ে মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের।
  • ঘটনা বীরভূমের মুরারই ২ নম্বর ব্লকের পাইকর জাজিগ্রাম ২০৩ নম্বর বুথে।

ভোটের ডিউটিতে এসে গরমে অসুস্থ হয়ে মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের। ঘটনা বীরভূমের মুরারই ২ নম্বর ব্লকের পাইকর জাজিগ্রাম ২০৩ নম্বর বুথে। মৃত জওয়ানের নাম মহেন্দ্র সিং। তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার জেরে ওই বুথে শোকের ছায়া নেমে আসে।

জানা গিয়েছে, আজ, সোমবার ভোটের ডিউটি করছিলেন মহেন্দ্র সিং নামে ওই জওয়ান। সকাল সাড়ে ১০টা নাগাদ। চেয়ারে বসে থাকা অবস্থাতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে কর্তৃপক্ষ।

এর আগেও রাজ্যে ভোটের ডিউটিতে এসে আরও এক জওয়ানের মৃত্যু হয়েছিল। প্রথম দফার নির্বাচন শুরুর আগেই কোচবিহারের মাথাভাঙায় মৃত্যু হয় কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ানের। মৃত ওই জওয়ানের নাম নীলেশ কুমার নীলু। সেই ঘটনার জেরেও প্রথম দফার নির্বাচনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ওই ঘটনাতেও হৃদরোগে আক্রান্ত হয়েই জওয়ানের মৃত্যু বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। 

অন্যদিকে, গতকাল রাতে মালদাতেও এক পুলিশ কর্মীর মৃত্যু হয়। মৃত ওই পুলিশ কর্মীর নাম নবীন মুক্তান। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, নবীন মুক্তান নামে ওই পুলিশ কর্মীর বয়স আনুমানিক ৪৩ বছর। তাঁর বাড়ি দার্জিলিং জেলার ২২ নম্বর ওয়ার্ডের লামা রোড। সেখান থেকে মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় ভোটের ডিউটি করতে এসেছিলেন নবীন। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement