কলকাতা, ৩ অক্টোবর: এবার মারণ করোনা ভাইরাসের হানা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই। তাঁর বাড়ির পরিচারকের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। হাথরস গণধর্ষণ কাণ্ডে উত্তরপ্রদেশ সরকারের ভূমিকার বিরোধীতায় শনিবার পথে নামে তৃণমূল। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা নিজেই জানান।
মুখ্যমন্ত্রী বলেন, দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। ইতিমধ্যেই তা কমিউনিটি স্প্রেড হয়ে গেছে। সেই প্রসঙ্গেই বাড়ির কথা তুলে আনেন তিনি। বলেন, "আমার বাড়িতে যে ছেলেটি রোজ আমায় চা-জলখাবার দেয়, শুনলাম তারও নাকি করোনা ধরা পড়েছে।" কমিউনিটি স্প্রেড প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "এখন যারা বাইরে বেরচ্ছেন না তাদেরও করোনা পজিটিভ হচ্ছে।"
উল্লেখ্য, উত্তরপ্রদেশের হাথরসে দলিত কিশোরীরে ধর্ষণ ও হত্যার ঘটনায় এখন বিরোধীদের নিশানায় যোগী ও কেন্দ্রে মোদী সরকার। ঘটনার পর থেকেই সেখানে পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকী, নির্যাতিতার পরিবারের কারও সঙ্গে কোনও রাজনৈতিক দলের সদস্যদের দেখা করতে দেওয়ার অনুমতি দিচ্ছে না যোগী সরকার। সংবাদমাধ্যমের কর্মীদেরকেও গত কয়েকদিনে সেখানে যাওয়া থেকে আটকানো হচ্ছে বলে খবর।
এই ঘটনার প্রতিবাদে এবং হাথরসে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের ওপর উত্তরপ্রদেশ পুলিশের অভব্য আচরণের বিরুদ্ধে শনিবার কলকাতার রাজপথে নামেন মমতা।