Advertisement

Nirapada Sardar: 'শাহজাহানকে ধরলে বড় নাম উঠে আসত, মমতা এমনকী অভিষেকও...', বিস্ফোরক নিরাপদ

মঙ্গলবার জেল থেকে বের হলেন নিরাপদ সর্দার। প্রাক্তন CPM বিধায়কের জেল থেকে বেরিয়ে আসার সময়ে স্লোগান তোলেন দলীয় কর্মী-সমর্থকরা। তাঁর গলায় মালা পরিয়ে দেন তাঁরা। গত ৯ ফেব্রুয়ারি FIR-এর ভিত্তিতে নিরাপদ সর্দার গ্রেফতার হন নিরাপদ সর্দার।  

জেল থেকে বেরিয়ে আসছেন নিরাপদ সর্দার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Feb 2024,
  • अपडेटेड 6:54 PM IST
  • মঙ্গলবার জেল থেকে বের হলেন নিরাপদ সর্দার। প্রাক্তন CPM বিধায়কের জেল থেকে বেরিয়ে আসার সময়ে স্লোগান তোলেন দলীয় কর্মী-সমর্থকরা।
  • তাঁর গলায় মালা পরিয়ে দেন তাঁরা। গত ৯ ফেব্রুয়ারি FIR-এর ভিত্তিতে নিরাপদ সর্দার গ্রেফতার হন নিরাপদ সর্দার।  
  • কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পেলেন তিনি। আদালত জানিয়েছিল, 'আজই জেলমুক্তি না হলে সেক্ষেত্রে আদালত অবমাননা করা হবে।'

শেখ শাহজাহানকে ধরা হলে মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি অভিষেকেরও নাম উঠে আসত। জেল থেকে বেরিয়েই বিস্ফোরক দাবি করলেন নিরাপদ সর্দার। মঙ্গলবার বিকেলে জেল থেকে বের হন প্রাক্তন CPM বিধায়কে। জেল থেকে বেরিয়ে আসার সময়ে স্লোগান তোলেন দলীয় কর্মী-সমর্থকরা। তাঁর গলায় মালা পরিয়ে দেন তাঁরা। গত ৯ ফেব্রুয়ারি FIR-এর ভিত্তিতে নিরাপদ সর্দার গ্রেফতার হন নিরাপদ সর্দার।  

কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পেলেন তিনি। আদালত জানিয়েছিল, 'আজই জেলমুক্তি না হলে সেক্ষেত্রে আদালত অবমাননা করা হবে।' এরপরেই মঙ্গলবার বিকেলে জেলমুক্তি হয় নিরাপদ সর্দারের। 

বেরিয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রাক্তন সিপিএম বিধায়ক। তিনি প্রশ্ন তোলেন, 'আমরা শেখ শাহজাহানের গ্রেফতার চাই। আমাকে কেন গ্রেফতার করা হয়ছে?'

নিরাপদ বলেন, 'আমরা তো আগেই বলেছিলাম, আজ মমতা ব্যানার্জীর পুলিশ পাহারা না দিলে যারা সেদিন ইডিকে মারধর করেছিল, আজও তারা অধরা কেন?'

সন্দেশখালির পরিস্থিতি নিয়ে অনেক আগে থেকেই তিনি বিধানসভায় প্রতিবাদ জানিয়েছিলেন বলে দাবি করেন নিরাপদ। তবে তাতে শাসকদল বিন্দুমাত্র কর্ণপাত করেনি বলে অভিযোগ তাঁর। নিরাপদর কথায়, '২০১৩ থেকে বিধানসভায় সন্দেশখালি নিয়ে অভিযোগ করেছি। বিধানসভায় কথা বলতে দেওয়া হয়নি।'

তিনি আরও বলেন, 'তখন থেকেই জমি দখলদারি শুরু করেছিল। বর্গাদারদের উচ্ছেদ করা হয়েছিল। আমি বিধানসভায় সেটা নিয়ে বলেছিলাম।'

এর পর শেখ শাহজাহানের গ্রেফতারি দাবি করে তিনি বলেন, 'সিরাজও তো একই দোষে দোষী। শাহজাহান, ওর ভাই সকলেই জড়িত।'

সন্দেশখালির পরিস্থিতি নিয়ে নিরাপদ বলেন, 'সন্দেশখালিতে ঢুকতে আমাদের বাধা দেওয়া হচ্ছে। এদিকে মন্ত্রীরা গিয়ে কীর্তন করছে।'

এরপরেই বিস্ফোরক দাবি করেন নিরাপদ সর্দার। তিনি বলেন, 'শেখ শাহজাহানকে ধরা হলে অনেক বড় নাম উঠে আসত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও উঠে আসতে পারত।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement