Advertisement

#BengaliPrimeMinister : ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হোক মমতা, সোশ্যাল মিডিয়ায় উঠল দাবি

দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে এখন থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকে তুলে ধরার চেষ্টা করছেন তাঁর সমর্থক ও অনুগামীরা। আর এবার সরাসরি ট্যুইটারে বাঙালি প্রধানমন্ত্রী হিসেব ট্রেন্ডিং মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ট্যুইটারে ট্রেন্ডিং (Twitter Trending) হয় #BengaliPrimeMinister.

মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 May 2021,
  • अपडेटेड 11:01 PM IST
  • মমতাকে পরবর্তী প্রধানমন্ত্রী করার পক্ষে সওয়াল
  • ট্যুইটারে ট্রেন্ডিং মমতা
  • ট্রেন্ডিং #BengaliPrimeMinister

২০২৪ সালের লোকসভা নির্বাচনে কি বারাণসী থেকে লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? কিছুদিন আগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের একটি ট্যুইটকে ঘিরে এমনই জল্পনা তৈরি হয়েছিল। আর সদ্য সমাপ্ত বিধানসভা ভোটের নির্বাচনে বিভিন্ন সময় খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, "এক পায়ে বাংলা দখল করব, আর দুই পায়ে দিল্লি।" তবে বারণাসী থেকে লড়াই করুন বা নাই করুন, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে এখন থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকে তুলে ধরার চেষ্টা করছেন তাঁর সমর্থক ও অনুগামীরা। আর এবার সরাসরি ট্যুইটারে বাঙালি প্রধানমন্ত্রী হিসেব ট্রেন্ডিং মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ট্যুইটারে ট্রেন্ডিং (Twitter Trending) হয় #BengaliPrimeMinister.

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টচার্য ট্যুইট করেন, "নারীদের সুরক্ষা নিরাপত্তা ও ক্ষমতায়নই আমাদের অগ্রাধিকার। আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় দেশকে নেতৃত্ব দিন। আমরা চাই কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, স্বাস্থ্যসাথী ও খাদ্যসাথীর মতো প্রকল্প সারা দেশে চালু করতে। তাই আমরা দিদিকে প্রধানমন্ত্রী হিসেবে চাই। #BengaliPrimeMinister."

সুদীপ রাহা নামে আরও এক ইউজার ট্যুইট করেন, "সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নবজাগরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বাংলা সবসময়ই পরিচিত। আরও একবার দেশকে পথ দেখাবে। দেশবাসী পরবর্তী #BengaliPrimeMinister-এর জন্য প্রস্তুত হোন।" 

প্রসঙ্গত বিজেপি বিরোধী মুখ হিসেবে দেশের মধ্যে অন্যতম মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সময়ই বিজেপি (BJP) বিরোধী দলগুলিকে একসঙ্গে লড়াইয়ের ডাকও দিয়েছেন তিনি। এমনকী ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে সারা দেশের বিজেপি বিরোধী নেতৃত্বকে কলকাতায় একমঞ্চে নিয়ে এসেছিলেন মমতা। যদিও লোকসভা ভোটে অবশ্য বিপুল ভাবে জয় পায় বিজেপি। কিন্তু বিধানসভা ভোটে সেই গেরুয়া হাওয়াকে প্রতিহত করে রাজ্যে তৃতীয়বারের জন্য সরকার গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী সময়ে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলিকে ঘিরে কার্যত কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে নামেন তিনি। আর শেষ পর্যন্ত আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করেন মমতা। সেক্ষেত্রে মমতার এই পদক্ষেপ কেন্দ্রকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া বলেই মনে করছে বিশেষজ্ঞমহলের একাংশ। তবে কেন্দ্র বিরোধী এই ভাবমূর্তি নিয়ে ২০২৪-এ ট্যুইটারের এই ট্রেন্ডিং বাস্তবায়িত হয় কি না তা অবশ্য সময় বলবে। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement