কলকাতা,৩ অক্টোবর : উত্তরপ্রদেশ পুলিশের হাতে দলীয় সাংসদদের চরম হেনস্থার প্রতিবাদে শনিবার কলকাতার রাজপথে নামছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল ৪ টেয় শুরু হবে মিছিল। বিড়লা তারামন্ডলের সামনে থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তৃণমূল সংসদ ডেরেক ও'ব্রায়েন, কাকলী ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল ও মমতাবালা ঠাকুরকে আটকায় পুলিশ। কথা কাটাকাটি গড়ায় ধাক্কাধাক্কি পর্যন্ত। যার জেরে মাটিতে পড়ে যান ডেরেক। প্রতিমা মণ্ডলকেও এক পুরুষ পুলিশ কর্মী ধাক্কা মারেন বলে অভিযোগ। এদিকে, উত্তরপ্রদেশে যখন এই ঘটনা ঘটছে সেই সময়ই জেলার নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বৈঠক চলাকালীনই পৌঁছয় দলীয় সাংসদদের হেনস্থার খবর। এরপরেই বৈঠক থেকে জানিয়ে দেওয়া হয় মিছিলের কথা। একই সঙ্গে এই ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ গড়ে তোলার নির্দেশও দেন তৃণমূল নেত্রী। সাংসদদের হেনস্থা ও নয়া কৃষি আইনের প্রতিবাদে রাজ্যের প্রতিটি ব্লকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে। এছাড়াও এই বৈঠকে জেলার নেতাদের আগামী ১০ দিনের কর্মসূচিও নির্ধারণ করে দেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
এদিকে, তৃণমূল নেত্রীর আজকের কর্মসূচিকে ঘিরে করোঠ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে নির্দিষ্ট ভাবে মানা হচ্ছে কোভিড সুরক্ষা ব্যবস্থা। তবে, আজকের এই প্রতিবাদ মিছিলকে নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে রাজ্যোর বিরোধী দলগুলি।