Advertisement

TMC-র প্রতিষ্ঠা দিবসেই স্টুডেন্টস ডে ঘোষণা, পুরনির্বাচনে যুব-ভোট টার্গেট মমতার?

পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনই রাজ্যেজুড়ে স্টুডেন্টস ডে উদযাপিত হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠক থেকে 'এই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীরাই রাজ্য ও দেশের ভবিষ্যৎ। তাই তাঁদের জন্য একটা দিন রাখা দরকার। বছরের প্রথম দিনটি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উৎসর্গ করা হবে।'

মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Nov 2021,
  • अपडेटेड 6:12 PM IST
  • ১ জানুয়ারি স্টুডেন্টস ডে
  • ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়
  • পুরভোটের আগে বিশেষ রণকৌশল?

রাজ্য নির্বাচন কমিশন এখনও পুরভোটের দিনক্ষণ ঘোষণা করেনি। তবে সূত্র মারফৎ যা জানা যাচ্ছে, সেই অনুযায়ী আগামী মাসেই হতে পারে কলকাতা (KMC) ও হাওড়ার (Howrah) পুরনির্বাচন। আর বাকি যে সমস্ত পুরসভা ও পুরনিগমে ভোট বকেয়া রয়েছে, সেই সব জায়গায় নির্বাচন হওয়ার কথা আগমী বছর। যদিও তাই বলে অবশ্য হাত গুটিয়ে বসে কোনও পক্ষই। শাসক-বিরোধী সকলেই লেগে পড়েছে পুরভোটের প্রস্তুতিতে। একদিকে শাসকদল তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকার যেমন বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে মানুষের মন জয়ের চেষ্টা করছে, তেমনই বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করে ভোটারদের সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিরোধীরা। 

স্টুডেন্টস ডে ঘোষণা

এরই মাঝে আরও এক বড় ঘোষণা তৃণমূল (TMC) নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনই রাজ্যেজুড়ে স্টুডেন্টস ডে উদযাপিত হবে বলে ঘোষণা করেন তিনি। উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠক থেকে 'এই ঘোষণা করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীরাই রাজ্য ও দেশের ভবিষ্যৎ। তাই তাঁদের জন্য একটা দিন রাখা দরকার। বছরের প্রথম দিনটি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উৎসর্গ করা হবে।' এছাড়া ছাত্রছাত্রীদের জন্য আরও কিছু করা দরকার বলেও মনে করেন মুখ্যমন্ত্রী। এদিকে রাজনৈতিকমহল মনে করছে এই ঘোষণার মধ্যে দিয়ে পুরনির্বাচনের আগে হয়ত যুব ভোটারদের মন জিততে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

বাড়তি মাইলেজ মিলবে?

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে মহিলা ভোটের একটা বড় অংশ পেয়েছে তৃণমূল। আর তার নেপথ্যে ইস্তাহারে লক্ষ্মীর ভাণ্ডারের (Laxmir Vandar) মতো প্রকল্পের উপস্থিতি বিশেষ কার্যকরী ভূমিকা নিয়েছিল বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তৃতীয়বার ক্ষমতার আসার পর সেই প্রতিশ্রুতি রেখেওছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে এখন দেখার পুরনির্বাচনের আগে ছাত্রছাত্রীদের জন্য এই ঘোষণা কতটা বাড়তি সুবিধা দেয় তৃণমূলকে।  

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement