"ভ্য়াকসিনের দুটি ডোজ (Corona Vaccine Bouble Dose) নেওয়ার পরেও করোনায় আক্রান্ত হচ্ছেন মানুষজন।" সোমবার এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভ্যাকসিনের রোগ প্রতিরোধ ক্ষমতাও মাত্র ৬ মাস বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী বলনে, "কোভিড আক্রান্তদের ২০ শতাংশ ভ্যাকসিন নিয়েছেন বলে স্বাস্থ্যসচিবের কাছ থেকে জানতে পারার পরই বিষয়টি সামনে এসেছে।"
কেন্দ্র টিকা (Corona Vaccine) পাঠানোর পরেও কেন বিপুল পরিমানে মানুষ আক্রান্ত হচ্ছেন, তা খতিয়ে দেখতে কেন্দ্রকে চিঠি লেখার জন্য স্বাস্থ্যসচিব পরামর্শ দিয়েছেন বলেও জানান মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিষয়টি কেন্দ্রে কাছে উত্থাপিত করবেন বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত ফের কোথাও কোথাও চিন্তা বাড়াচ্ছে মারণ ভাইরাস করোনা। রাজ্য সরকারে দেওয়া রবিবারের বুলেটিন অনুযায়ী বাংলায় (West Bengal) নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮৯ জন। শনিবার যে সংখ্যাটা ছিল ৯৭৪ জন। রবিবারের আপডেট ধরে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৮৬,৪৫৫। তবে এদিন কমেছে দৈনিক মৃত্যুর পরিমান। এদিনের বুলেটিন অনুযায়ী রাজ্যে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। শনিবার যে সংখ্যাটা ছিল ১২। ফলে রাজ্য মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১৯,০৫৫ জন।
অন্যদিকে রবিবার (Sunday) রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ৮২৮ জন। সংখ্যাটা শনিবারের চেয়ে বেশি। গতকাল সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ৮০৮ জন। ফলে রাজ্যে মোট সুস্থের সংখ্যা বেড়ে হল ১৫,৫৯,৫১৮। তবে দৈনিক সুস্থের পরিমান বাড়লেও কমেছে সুস্থতার হার।