Advertisement

নারীদের ক্ষমতায়নে গুরুত্ব, মমতার সরকারে ৮ মহিলা মন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ নিয়েছিলেন আগেই। আর সোমবার মমতার তৃতীয়বারের সরকারে যে ৪৩ জন মন্ত্রী শপথ নিয়েছেন তাঁদের মধ্যে ৮ জনই মহিলা। তাঁদের মধ্যে পূর্ণমন্ত্রী হয়েছেন, শশী পাঁজা। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য, রত্না দে নাগ এবং সন্ধ্যারানি টুডুকে। পাশপাশি রাষ্ট্রমন্ত্রী হয়েছেন, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, বীরবাহা হাঁসদা ও জ্যোৎস্না মান্ডিকে।  

রাজ্যের মহিলা মন্ত্রীরা
জ্যোতির্ময় দত্ত
  • কলকাতা,
  • 11 May 2021,
  • अपडेटेड 10:36 AM IST
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে নারীদের গুরুত্ব
  • মন্ত্রী করা হল ৮ জন মহিলাকে
  • অনেকেই মন্ত্রী হলেন প্রথমবার

গত ১০ বছরের সরকারে মহিলাদের জন্য একাধিক প্রকল্প করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার ভোটের প্রচারে গিয়েও বারে বারে মা বোনেদের প্রণাম জানিয়েছিলেন তিনি। পাশাপাশি বহিরাগতদের রুখতে বাড়ির মহিলাদের এগিয়ে আসার আহ্বানও জানান। একইসঙ্গে ভোটের পরে তৃণমূলের সরকার গঠন হলে মহিলাদের জন্য আরও কী কী করা হবে তারও একটা ইঙ্গিত দেন মমতা। আর এবার সরকার গঠনের ক্ষেত্রেও মহিলাদের বিশেষ গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী। মমতাকে নিয়ে এবারের সরকারে রয়েছেন মোট ৯ জন মহিলা মন্ত্রী।  

মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ নিয়েছিলেন আগেই। আর সোমবার মমতার তৃতীয়বারের সরকারে যে ৪৩ জন মন্ত্রী শপথ নিয়েছেন তাঁদের মধ্যে ৮ জনই মহিলা। তাঁদের মধ্যে পূর্ণমন্ত্রী হয়েছেন, শশী পাঁজা। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য, রত্না দে নাগ এবং সন্ধ্যারানি টুডুকে। পাশপাশি রাষ্ট্রমন্ত্রী হয়েছেন, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, বীরবাহা হাঁসদা ও জ্যোৎস্না মান্ডিকে।  

শপথ গ্রহণের পরেই দফতর বণ্টনও করে দেওয়া হয়েছে মন্ত্রীদের মধ্যে। এবার একনজরে দেখে নেওয়া যাক মমতা বন্দ্যোপাধ্যায় সহ বাকি মহিলা মন্ত্রীরা কে কোন দফতর পেলেন। 

মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় - স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ও পুনর্বাসন, তথ্য ও সংস্কৃতি এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। 

পূর্ণমন্ত্রী
শশী পাঁজা - নারী শিশু ও সমাজকল্যাণ দফতর।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী
চন্দ্রিমা ভট্টাচার্য - পুর ও নগরোন্নয়ন দফতর। এছাড়াও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ও পুনর্বাসন দফতরের রাষ্ট্রমন্ত্রী। 
রত্না দে নাগ - পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং বায়ো টেকনোলজি। 
সন্ধ্যারানি টুডু - পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর। এছাড়াও সংসদ বিষয়ক দফতরের রাষ্ট্রমন্ত্রী। 

Advertisement

রাষ্ট্রমন্ত্রী
শিউলি সাহা - পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। 
সাবিনা ইয়াসমিন - সেচ ও জলপথ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতর।
বীরবাহা হাঁসদা - বন দফতর
জ্যোৎস্না মান্ডি - খাদ্য ও সরবরাহ

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, শুধু এবারেই নয়, এর আগেও সরকার গঠনের ক্ষেত্রে মহিলাদের গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকী সংসদে থাকার সময়েও মহিলাদের অগ্রাধিকার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement