Advertisement

Mamata Banerjee : আদালতে সওয়াল করার ইচ্ছা মমতার, আগে কখনও মামলা লড়েছেন?

যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে আইন পাশ করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তবে তাঁর মঙ্গলবারের বক্তব্যের পর কারও কারও মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, আগে কি কখনও কোনও মামলায় আদালতে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই বিষয়ে অবশ্য বিভিন্ন মতামত রয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Mar 2023,
  • अपडेटेड 8:41 PM IST
  • আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার ইচ্ছাপ্রকাশ মুখ্যমন্ত্রীর
  • মঙ্গলবার জানিয়েছেন সেই কথা
  • যা বলছে বিভিন্নমহল...

'কখনও কখনও ভাবি নিজেই কোর্টে গিয়ে প্র্যাকটিস করি', মঙ্গলবার আলিপুর বার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করতে শোনা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। আর তাঁর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে বিভিন্নমহলে। কটাক্ষ করতে শোনা গিয়েছে বিরোধীদের। 

ঠিক কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? 
মঙ্গলবার ঋষি অরবিন্দের জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষ্যে আলিপুর বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি কখনও কখনও ভাবি নিজেই কোর্টে গিয়ে প্র্যাকটিস করি। কিন্তু, সময় পেয়ে উঠছি না। তবে ভাবছি কিছু কিছু মামলায় নিজেই সওয়াল করব। কারণ তাতে নিজের মনের কথা বলতে পারব। ব্রিফ করা আর নিজের মনের কথা বলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাই সেই কারণে আশা করি আমাকেও সুযোগ দেবেন"। 

আগে মামলা লড়েছেন মমতা?
প্রসঙ্গত, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে আইন পাশ করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তবে তাঁর মঙ্গলবারের বক্তব্যের পর কারও কারও মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, আগে কি কখনও কোনও মামলায় আদালতে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই বিষয়ে অবশ্য বিভিন্ন মতামত রয়েছে। এক্ষেত্রে এক প্রবীণ সাংবাদিক জানাচ্ছেন, ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র ৪০ জন যুব কংগ্রেস কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করার অভিযোগ ওঠে। সেই মামলায় ১৯৯৬ সালে ৯ জুলাই ব্যাঙ্কশাল কোর্টের ৬ নম্বর চিফ জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে সওয়াল করতে যান মমতা। এছাড়াও আরও কয়েকটি মামলায় নিম্ন আদালতে তিনি সওয়াল করেছেন বলে জানা যায়।  

অন্যদিকে বিশিষ্ঠ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) গলায় আবার শোনা গেল অন্য কথা। মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনও আদালতে সওয়াল করতে দেখেছেন কিনা সেই প্রশ্নের উত্তরে বিকাশবাবু জানান, "আমি কখনও দেখিনি। উনি আদালতে আসতে চান, আসুন না, ভাল কথা। কোনও চিন্তা করতে হবে না, আদালতে নতুন জুনিয়র যারা, ৪-৫ বছর প্র্যাকটিস করছে, তারাই ওঁর পক্ষে যথেষ্ট"। 

Advertisement

আরও পড়ুন - মঙ্গল-শুক্র-সূর্যের ত্রিমুখী গোচর, এই ৪ রাশির সাফল্য ধরা দিল বলে...

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement