Advertisement

Mamata Banerjee: 'মণিপুরের ভিডিও দেখে হৃদয় কাঁদছে', ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক মমতার

রাত পোহালেই একুশে জুলাই। তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে ব্যস্ত মুখ্যমন্ত্রী। আর তারই মাঝে মণিপুরের ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, 'ভাইরাল ভিডিওতে যা দেখলাম, মনে হল এটা কোন দেশ। আমাদের হৃদয় কাঁদছে, পুড়ছে।'

মণিপুরের ঘটনায় প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jul 2023,
  • अपडेटेड 7:09 PM IST
  • রাত পোহালেই একুশে জুলাই। তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে ব্যস্ত মুখ্যমন্ত্রী।
  • বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করান তিনি। মমতা বলেন, 'বিজেপি নেতারা আমাদের গালি দেন। একবারও ভেবেছেন, মহিলাদের সম্মান লুঠ করা হয়েছে? এটা লজ্জার।'
  • মঙ্গলবার বেঙ্গালুরুতে NDA বিরোধী জোট গঠিত হয়েছে। তার নাম রাখা হয়েছে INDIA। এরপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে একাধিকবার ইন্ডিয়ার উল্লেখ মিলেছে।

আমার হৃদয় কাঁদছে, পুড়ছে। মণিপুরের নারী নির্যাতনের ভয়ানক ভিডিও প্রসঙ্গে ধিক্কার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-র বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই। এক দলের সরকার চলছে। মহিলাদের সম্মান লুঠ করা হচ্ছে। 

রাত পোহালেই একুশে জুলাই। তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে ব্যস্ত মুখ্যমন্ত্রী। আর তারই মাঝে মণিপুরের ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, 'ভাইরাল ভিডিওয় যা দেখলাম, মনে হল এটা কোন দেশ। আমাদের হৃদয় কাঁদছে, পুড়ছে।'

এরপর বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করান তিনি। মমতা বলেন, 'বিজেপি নেতারা আমাদের গালি দেন। একবারও ভেবেছেন, মহিলাদের সম্মান লুঠ করা হয়েছে? এটা লজ্জার।'

মঙ্গলবার বেঙ্গালুরুতে NDA বিরোধী জোট গঠিত হয়েছে। তার নাম রাখা হয়েছে INDIA। এরপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে একাধিকবার ইন্ডিয়ার উল্লেখ মিলেছে। এদিনও তার ব্যাতিক্রম হল না। মুখ্যমন্ত্রী বলেন, 'ইন্ডিয়া মহিলা, দলিত, সংখ্যালঘু ও এসসি-এসটি-র উপর নির্যাতনের বিরুদ্ধে লড়াই করছে।' 

শুধু তাই নয়। আগামিদিনে তাঁর মণিপুরে যাওয়ারও পরিকল্পনা রয়েছে। সেই বিষয়ে জানিয়ে মমতা বলেন, 'আমরা নিজেদের মধ্যে কথা বলছি। মণিপুরে যেতে পারি।'

বৃহস্পতিবার মণিপুরের ভিডিয়ো প্রসঙ্গে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সংসদের বাদল অধিবেশনের সূচনায় এই ঘটনার তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'আমি প্রশাসনকে অনুরোধ করব কঠোর পদক্ষেপ নেওয়া হোক। আমাদের মা-বোনের সুরক্ষা নিশ্চিত করা হোক। ছত্তিশগঢ়, হোক, রাজস্থান হোক, যে রাজ্য সরকারই হোক না কেন। দোষীদের কঠোর শাস্তি দিতে হবে।'

মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, 'ওঁরা মণিপুরের সঙ্গে ছত্তিশগঢ় ও রাজস্থানকে জুড়ছেন। আমাকে মোকাবিলার সঙ্গে কারও কণ্ঠস্বর চাপা দেওয়া উচিত নয়।'

এদিন আরও একবার মুখ্যমন্ত্রীর মুখে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক শোনা গেল। তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই। এক দলের সরকার চলছে। মহিলাদের সম্মান লুঠ করা হচ্ছে। সব দলকে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।'

এই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম খুইরুম হেরাদাস। বৃহস্পতিবার সকালে থাউবাল জেলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

খুইরুম হেরাদাসের বয়স ৩২ বছর। ভাইরাল ভিডিও থেকে পুলিশ তাকে শনাক্ত করেছে। ভিডিয়োতে তাকে সবুজ টি-শার্ট পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। মণিপুর পুলিশ জানিয়েছে, এই ঘটনার মূলে রয়েছে খুইরম হেরাদাস। ভাইরাল ভিডিওর অভিযুক্তদের ধরতে পুলিশের ১২টি দল গঠন করা হয়েছে। বাকিদের ধরতে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। 

গত ৪ মে মণিপুরে মহিলাদের সঙ্গে এই বর্বর আচরণ করা হয়েছে বলে জানা গিয়েছে। নির্দিষ্ট সম্প্রদায়ের দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় বের করে দেওয়া হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement