Advertisement

Mamata Banerjee: রাতের আন্দোলনে 'শব্দদূষণ', সতর্ক করলেন মমতা

আরজি কর হাসপাতালের ঘটনার পর থেকে প্রায়দিনই কলকাতায় রাতদখল হচ্ছে। প্রতিবাদ-বিক্ষোভ চলছেই। গতকাল ফের একবার 'রাত দখল'-এর কর্মসূচি নেওয়া হয়েছিল। তবে এই প্রতিবাদ শুধু পশ্চিমবঙ্গে বা দেশে নয়, বিদেশের মাটিতেও ছড়িয়েছে। রবিবার কমপক্ষে ২৫টি দেশের ১৩০টির বেশি শহরে আরজি করের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। এই ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Sep 2024,
  • अपडेटेड 2:23 PM IST
  • আরজি কর হাসপাতালের ঘটনার পর থেকে প্রায়দিনই কলকাতায় রাতদখল হচ্ছে।
  • প্রতিবাদ-বিক্ষোভ চলছেই।

আরজি কর হাসপাতালের ঘটনার পর থেকে প্রায়দিনই কলকাতায় রাতদখল হচ্ছে। প্রতিবাদ-বিক্ষোভ চলছেই। গতকাল ফের একবার 'রাত দখল'-এর কর্মসূচি নেওয়া হয়েছিল। তবে এই প্রতিবাদ শুধু পশ্চিমবঙ্গে বা দেশে নয়, বিদেশের মাটিতেও ছড়িয়েছে। রবিবার কমপক্ষে ২৫টি দেশের ১৩০টির বেশি শহরে আরজি করের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। এই ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'পুলিশ পুজোর সময় সারারাত পাহাড়া দেয়। প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় নামেন, তাহলে বহু মানুষের অসুবিধা হয়। বহু বয়স্ক মানুষের সমস্যা হচ্ছে। মাইক লাগানো হচ্ছে। নিয়ম রয়েছে দুষণ মন্ত্রকের।'

সামনেই পুজো, তাই মমতার অনুরোধ, 'সবাই পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। এখন সবটা সিবিআইয়ের হাতে। আমাদের হাতে নেই। বাংলার নামে বদনাম করা হচ্ছে সারা পৃথিবীতে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে। বাংলাদেশের পরে আপনারা এই সুযোগটা নিচ্ছেন তো। বাংলাদেশ আলাদা দেশ। এখানে বাংলাদেশ হবে না। বাংলাদেশেই বাংলাদেশ হয়। উড়িশ্যায় বাঙালিদের মারা হচ্ছে।'

পাশাপাশি, চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে রাজ্য সরকারের তরফের দেওয়া পুজোর অনুদান ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছে বেশ কিছু পুজো কমিটি। অনুদান ফিরিয়ে দেওয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে আয়োজিত প্রশাসনিক বৈঠকের প্রথমেই পুজোর বিষয়ে নিজের মতামত জানান মুখ্যমন্ত্রী। সে ক্ষেত্রে যে সব পুজো কমিটি সরকারি অনুদান নেবে না, তাদের বাদ দিয়ে নতুন পুজো কমিটিদের অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement