বাংলার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করেছে কেন্দ্র। অথচ দিন কয়েক আগেই মুখ্যসচিব পদে আলাপনের মেয়াদ তিন মাস বাড়িয়েছে রাজ্য সরকার এবং তাতে সিলমোহর দিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে রাজ্য সরকার কি তাঁকে ছাড়তে চাইবে, নবান্নের অবস্থান জানাতে আজ সাংবাদিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কী কী বলেন-
আলাপন ২৪ ঘণ্টা কাজ করে। ওকে ইচ্ছাকৃতভাবে অপমান করা হচ্ছে।
সংঘাতে না গিয়ে সাংবিধানিকভাবে এর সমাধান করা দরকার। এখানে রাজনীতি করা উচিত নয়।
আলাপন বন্দ্যোপাধ্যায় বাঙালি বলে এত রাগ কেন? এটা ঠিক নয়।
আমার অনুরোধ, মুখ্যসচিবকে যে নির্দেশ দিয়েছেন, তা প্রত্যাহার করুন। আমি কেন্দ্রের কাছে এই অনুরোধ করব।
প্রয়োজনে আপনার পায়ে ধরব প্রধানমন্ত্রী, কিন্তু বাংলাকে এভাবে অপমান করবেন না। আমি হাতজোড় করে বলছি।
সংবাদ-মাধ্যমে অসত্য খবর ছড়িয়ে বাংলাকে অপমান করা হচ্ছে। বারবার কেন, বাংলাকে অপমান করা হচ্ছে। কেন্দ্র তো বাংলার জন্য কিছুই করছে না। শুধু অপমান করছে। কেন?
প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই দিঘায় প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলাম, বললেন মমতা।
বাংলার হার হজম করতে পারেনি বলেই কি প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি?
আমাকে বারবার উদ্দেশ্য প্রণোদিতভাবে অপমান করা হচ্ছে। বিজেপি এটা করছে। বাংলার মানুষ এটা সহ্য করবে না।
৩ বার অনুরোধের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাই।
২ সপ্তাহ আগেও গুজরাতে ঘুর্ণিঝড় নিয়ে বৈঠক ডেকেছিল বিজেপি। অথচ সেখানে বিরোধী নেতাদের ডাকা হয়.নি। তাহলে ওড়িশায় কেন ডাকা হল।
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠকের কথা থাকলেও হয়নি। সেজন্য আমি দায়ী নই।