Advertisement

Mamata Banerjee: 'বন্যার টাকা দেয়নি', বানভাসি উত্তরবঙ্গে রওনার আগে মমতার তোপে কেন্দ্র

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'নেপাল কোশি নদীর জল ছেড়ে দিয়েছে। সেটা বিহার হয়ে আমাদের কাছে আসছে। এর ফলে মালদা ও মুর্শিদাবাদে বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।'

বিহার হয়ে বাংলায় কোশি নদীর জল থেকে বন্যা পরিস্থিতির সম্ভাবনা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Sep 2024,
  • अपडेटेड 4:14 PM IST

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'নেপাল কোশি নদীর জল ছেড়ে দিয়েছে। সেটা বিহার হয়ে আমাদের কাছে আসছে। এর ফলে মালদা ও মুর্শিদাবাদে বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।'

তিনি জানান, 'গতকাল রাত থেকে আমরা বন্যার সম্ভাবনা আছে, এমন এলাকাগুলির মূল্যায়ন শুরু করেছি।'

শুধু তাই নয়, এদিন আরও একবার বন্যা পরিস্থিতি নিয়ে ফারাক্কার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'ফারাক্কায় গঙ্গার অপর্যাপ্ত ড্রেজিংয়ের কারণে উত্তরবঙ্গ প্লাবিত হয়েছে।' 

এর পাশাপাশি বন্যা পরিস্থিতিতে রাজ্যকে কেন্দ্র কোনও আলাদা তহবিল দিচ্ছে না বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের তীব্র সমালোচনা করে তিনি বলেন, 'বন্যার জন্য রাজ্যকে কোনও তহবিল দেয়নি কেন্দ্র। ওরা নির্বাচনের সময় রাজ্যে আসা-যাওয়া করে মিথ্যা আশ্বাস দেয়। কিন্তু বন্যা কমানোর জন্য কোনও ব্যবস্থা নেয় না।'

এদিন সন্ধ্যায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে একটি পর্যালোচনা বৈঠকেরও পরিকল্পনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কোশি নদীর প্রভাব

কোশি নদী নেপালের হিমালয় থেকে উৎপন্ন হয়ে নেপালের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং বিহারে প্রবেশ করে। এটি বিহারের বিভিন্ন অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত গঙ্গা নদীতে মিশে যায়। 

কোশি নদীর পথ:

  1. উৎপত্তি: কোশি নদী হিমালয়ের তিব্বত অঞ্চলে উৎপন্ন হয়।
  2. নেপালে শাখা নদী: নেপালের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় কোশি সাতটি শাখা নিয়ে গঠিত হয়, যা একত্রে 'সপ্ত কোশি' নামে পরিচিত।
  3. বিহারে প্রবেশ: নেপাল থেকে প্রবাহিত হয়ে নদীটি বিহারের উত্তরাঞ্চলে প্রবেশ করে।

বিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কাটিহার জেলার নিকটবর্তী স্থানে কোশি নদী গঙ্গায় মিশে যায়।

জলবৃদ্ধি এবং গঙ্গার প্রভাব:

যখন নেপালে ভারী বৃষ্টিপাত হয় বা বরফ গলে কোশি নদীতে অতিরিক্ত জল আসে, তখন নদীর প্রবাহ অত্যন্ত বেড়ে যায়। এই অতিরিক্ত জল বিহারের সমভূমিতে প্রবাহিত হয়ে গঙ্গার জলস্তর বাড়িয়ে দিতে পারে। এর কয়েকটি কারণ হলো:

Advertisement
  1. বন্যার প্রবণতা: কোশি নদী তার তীরের বাঁধ ভেঙে বা ছাপিয়ে দ্রুত বিস্তৃত হয়ে পড়ে, যার ফলে আশেপাশের অঞ্চলগুলোতে বন্যা দেখা দেয়। এই বন্যার জল শেষপর্যন্ত গঙ্গায় গিয়ে মিশে যায়।

  2. গঙ্গার জলস্তর বৃদ্ধি: কোশি নদীর জল গঙ্গায় মিশলে গঙ্গার প্রবাহও বৃদ্ধি পায়, কারণ গঙ্গা ইতিমধ্যে অন্যান্য উপনদী থেকে জল সংগ্রহ করে বড় হয়ে থাকে। কোশি থেকে আসা অতিরিক্ত জল গঙ্গার প্রবাহে চাপ তৈরি করে এবং অনেক সময় গঙ্গার নিম্নাঞ্চলীয় অঞ্চলে বন্যার পরিস্থিতি সৃষ্টি করে।

  3. কোশির অনিয়ন্ত্রিত প্রবাহ: কোশি নদী তার গতিপথ বদলাতে সক্ষম, যা প্রায়শই গঙ্গায় বেশি পরিমাণে জল নিয়ে যায়। এর ফলে গঙ্গার নিচু অঞ্চলের জলস্তর দ্রুত বৃদ্ধি পায় এবং বন্যার সম্ভাবনা তৈরি করে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement