ইয়াসের জেরে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে আগামী ২৮ ও ২৯ তারিখ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এই কথা জানান রাজ্যেতর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
আজ দুপুরেই ইয়াস পরিস্থিতি নিয়ে সমস্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। তবে দিন এখনও ঠিক হয়নি। তবে তার কিছুক্ষণ পর আলাপনবাবু জানান, ২৮ ও ২৯ তারিখ ইয়াস কবলিত এলাকাগুলি আকাশপথে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী।
মুখ্যসচিব জানিয়েছেন, ইয়াসের কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা। সেই জেলার সাগর হয়ে যাবেন হিঙ্গলগঞ্জ, তারপর দিঘা। ক্ষয়ক্ষতি নিয়ে দিঘাতেই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : করোনার জের, এবার স্থগিত JEE Advanced ২০২১ পরীক্ষা
প্রসঙ্গত, কালই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের কথা ছিল মুখ্যমন্ত্রীর। তবে কালও দুর্যোগের আশঙ্কা রয়েছে। তাই কর্মসূচি বাতিল করা হয়েছে। আজ মুখ্যমন্ত্রী জানান, সংকট এখনও কাটেনি। ভরা কোটালের জেরে ফের বান আসতে পারে। সেজন্য সবাইকে সতর্ক থাকার বার্তাও দেন তিনি। আরও জানান, ১ কোটি মানুষ দুর্যোগের কবলে পড়েছেন। ৩ লাখেরও বেশি বাড়ি ভেঙেছে। ১৩৪টা বাঁধ ভেঙেছে। ১ জন মারা গিয়েছেন।
আজকের বৈঠক থেকে সেচ দফতরকে বাঁধ মেরামতির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। গঠন করেন টাস্ক ফোর্সও। জানান, কৃষিজমিতে নোনাজল ঢুকে অনেক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির সার্বিক রিপোর্ট এখনও তাঁর হাতে আসেনি। তবে তিনি ক্ষতিগ্রস্তদের সাধ্যমতো সাহায্য করবেন।