Advertisement

Medinipur Poster Controversy: দুর্গা মমতা-অসুর শাহ, মেদিনীপুরে TMC-র পোস্টারে কমিশনে যাচ্ছে BJP

রাজ্যের ১০৮টি পুরভোটের বাকি আর মাত্র কয়েকদিন। ওয়ার্ডগুলিতে চলছে জোরকদমে প্রচার। এরই মধ্যে শাসক দলের পোস্টার ঘিরে বিতর্ক শুরু হল মেদিনীপুরের পুর এলাকার ১ নম্বর ওয়ার্ডে।

বিজেপি-তৃণমূল/ প্রতীকী ছবি
শাজাহান আলী
  • মেদিনীপুর,
  • 18 Feb 2022,
  • अपडेटेड 11:42 AM IST
  • শাসক দলের পোস্টার ঘিরে বিতর্ক শুরু হল মেদিনীপুরের পুর এলাকার ১ নম্বর ওয়ার্ডে
  • মমতাকে দুর্গা, মোদী-শাহকে অসুর করে TMC-র পোস্টার
  • এই ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী প্রবীণ নেত্রী অনিমা সাহা

রাজ্যের ১০৮টি পুরভোটের (Municipal Election) বাকি আর মাত্র কয়েকদিন। ওয়ার্ডগুলিতে চলছে জোরকদমে প্রচার। এরই মধ্যে শাসক দলের পোস্টার ঘিরে বিতর্ক শুরু হল মেদিনীপুরের (Medinipur) পুর এলাকার ১ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী প্রবীণ নেত্রী অনিমা সাহা (TMC Candidate Anima Saha)। তৃণমূলের পক্ষ থেকে তাঁর কর্মীরা প্রচারের জন্য এলাকায় বড় একটি ব্যানার টাঙান। সেই ব্যানারে এক প্রান্তে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) সরকারি প্রকল্পগুলি হাতে নিয়ে দুর্গা (Durga) সেজে রয়েছেন। অসুর (Asura) হিসেবে দেখানো হয়েছে নরেন্দ্র মোদী (Narendra Modi)-অমিত শাহকে (Amit Shah)। অন্য আরেকটি জগদ্ধাত্রী মূর্তির মুখে বসানো হয়েছে অনিমা সাহা তথা তৃণমূল প্রার্থীর মুখকে। এই নিয়েই শুরু তুমুল বিতর্ক। 

মমতাকে দুর্গা, মোদী-শাহকে অসুর করে TMC-র পোস্টার

ঘটনায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছে বিজেপি। মেদিনীপুর পুরসভার এলাকার ১ নম্বর ওয়ার্ডে প্রধান রাস্তার পাশে এই ব্যানার টাঙানো ছিল বৃহস্পতিবার সকাল থেকে। ব্যানারের নীচে তিনটি ছাগলেরও ছবি লাগানো হয়। যেখানে ছাগলগুলিকে বিভিন্ন বিরোধী দলের দেখানো হয়েসে। এমনকি, অন্যত্র ভোট দিলে তাদের কেটে ফেলা হবে তেমন ছবিও দেখানো হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ করেছে স্থানীয় বিজেপির নেতা কর্মীরা। বিজেপির স্থানীয় ওয়ার্ড সভাপতি বিপুল আচার্য বলেন-" নেতা-নেত্রীরা দেবদেবীর স্থানে বসে গিয়ে আমাদের সনাতন ধর্মকে অপমান করেছে। মানুষের কাছে এটা দেখানোর সঙ্গে সঙ্গে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছি। পুলিশকে অবিলম্বে ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।"

আরও পড়ুন, ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি কলকাতা হাইকোর্টের

তৃণমূল প্রার্থীর দাবি

ঘটনার পর বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেখে দলের মধ্যেও সমালোচনা তৈরি হয়েছে। বয়স্ক তৃণমূলের প্রার্থী অনিমা সাহা বলেন-" এই ধরণের ব্যানার যে বা যারাই করেছেন জিনিসটা ঠিক করেননি। আমি জানতাম না এরকম হয়েছে বলে। তাহলে কখনওই অনুমতি দিতাম না। দ্রুত ব্যানার সরাতে বলেছি। "

Advertisement

তবে পুরভোটের আগে এই ইস্যুকে হাতিয়ার করেই ওয়ার্ডে প্রচার শুরু করেছে বিজেপি। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement