উত্তরবঙ্গে পুরোদস্তুর বর্ষা ঢুকে গিয়েছে বেশ (monsoon in Bengal) ক'য়েকদিন হয়ে গেল। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরের কিছু জেলায় ইতিমধ্যেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কিন্তু দক্ষিণে এখনও মৌসুমী বায়ুর দেখা নেই। আলিপুর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটতে এখনও দিন দুয়েক অপেক্ষা করতেই হবে। ততদিন পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। কলকাতা দশক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে (weather report)।
মৌসুমী অক্ষরেখার বিলম্বের কারণেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে আপেক্ষিক আর্দ্রতার ভোগান্তি তো রয়েইছে। সব মিলিয়ে পারদ ৪০ ডিগ্রি না ছুঁলেও গরমের অনুভূতি পৌঁছেছে ৫৫ ডিগ্রি সেলসিয়াসে। আর তার জেরেই ভ্যাপসা গরমে গলদঘর্ম হতে হচ্ছে দক্ষিণবঙ্গকে। কাল, রবিবারও পরিস্থিতির কোনও বদল নেই।
পশ্চিমের জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ। গরম বাতাস বইবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে আবহাওয়াবিদদের অনুমান, বুধবারের মধ্যেই রাজ্যের দক্ষিণ অংশে প্রবেশ ঘটবে মৌসুমী বায়ুর। তার জেরে রবিবার বিকেলের পর থেকেই আবহাওয়া বদলানোর সম্ভাবনা, শুরু হয়ে যেতে পারে বজ্রবিদ্যুৎ সহ প্রাক বর্ষার বৃষ্টি।
সোমবার বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনাতে। বাকি জেলাগুলিতেও অল্পবিস্তর বৃষ্টি হবে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে জেলায় জেলায়।
উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনি ও রবিবার। মালদহ এবং দুই দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এই তিনটি জেলায় রবিবার পর্যন্ত বৃষ্টির সঙ্গেই তাপপ্রবাহেরও সতর্কতা রয়েছে। তবে উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। নিচু এলাকগুলিতে বন্যার সতর্কতাও রয়েছে।