Advertisement

Local Train Cancel: দু'শোর বেশি লোকাল ট্রেন বন্ধ থাকবে ৮ দিন ধরে, কবে থেকে?

দক্ষিণ পূর্ব শাখায় ভোগান্তির মুখে পড়তে পারেন রেলযাত্রীরা। ৮ দিন ধরে বাতিল থাকবে বহু লোকাল ট্রেন। চলবে না দূরপাল্লার ট্রেনও।রেল সূত্রে খবর, খড়গপুর ডিভিশনে আন্দুল স্টেশনে প্রি-নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিংয়ের কাজের জন্য বাতিল করা হ চ্ছে ২০২টি লোকাল ট্রেন। চলবে না বেশ কিছু দূরপাল্লার ট্রেনও। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

খড়গপুর ডিভিশনে বাতিল লোকাল ট্রেন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jun 2024,
  • अपडेटेड 3:35 PM IST
  • দক্ষিণ পূর্ব শাখায় ভোগান্তির মুখে পড়তে পারেন রেলযাত্রীরা।
  • ৮ দিন ধরে বাতিল থাকবে বহু লোকাল ট্রেন।
  • চলবে না দূরপাল্লার ট্রেনও।

দক্ষিণ পূর্ব শাখায় ভোগান্তির মুখে পড়তে পারেন রেলযাত্রীরা। ৮ দিন ধরে বাতিল থাকবে বহু লোকাল ট্রেন। চলবে না দূরপাল্লার ট্রেনও। শনিবার থেকে আগামী ৬ জুলাই পর্যন্ত বিঘ্নিত হতে পারে পরিষেবা। 

রেল সূত্রে খবর, খড়গপুর ডিভিশনে আন্দুল স্টেশনে প্রি-নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিংয়ের কাজের জন্য বাতিল করা হচ্ছে ২০২টি লোকাল ট্রেন। চলবে না বেশ কিছু দূরপাল্লার ট্রেনও। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
শনিবার থেকে ৬ জুলাই পর্যন্ত ভোগান্তির মুখে পড়তে পারেন নিত্যযাত্রীরা। 

২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত যে লোকাল ট্রেনগুলি বাতিল থাকছে...

২৯ জুন- 38801/38806 
৩০ জুন- 38705/38714, 38805/38812, 38803/38810 
১ জুলাই- 38801/38806, 38703/38708, 38705/38714, 08069/08070, 38805/38812, 38403/38418, 38301/38410, 38455 
২ জুলাই- 38703, 38803, 38705, 38402, 38304, 38306, 38412, 38408, 38410, 38406, 38704, 38706, 38302/38321.

৩ জুলাই- 38302/38321, 38402/38455, 38404/38453, 38702/38705, 38801/38806, 38703/38708,38803/38810, 38705/38714,38321, 38455    

৪ জুলাই- 38302, 38402, 38801/38806, 38803/38810, 38051/38054, 38705/38714, 38805/38812, 08069/08070, 38830,38455

৫ জুলাই- 38302/38341, 38404, 38306/38403, 38408/ 38405, 38414/38411, 38403/38418, 38405/38422, 38103/38104, 38412/38409/38426, 38308/38809/38816, 38703, 38303, 38409, 38105, 38417, 38421, 38713, 38715, 38717, 38435, 38443, 38445, 38449, 38313, 38451, 38319, 38909, 38911, 38917, 38031, 38414, 38708, 38712, 38104, 38418, 38106, 38312, 38426, 38434, 38436, 38722, 38724, 38450, 38456, 38914, 38916, 38922, 38032, 38036, 38321

৬ জুলাই- 38801, 38306, 38703, 38408, 38403, 38308, 38103, 38412, 38303, 38414, 38409, 38708, 38105, 38104, 38417, 38418, 38421, 38106, 38713, 38312, 38717, 38426, 38435, 38434, 38443, 38436, 38445, 38722, 38449, 38724, 38313, 38450, 38451, 38456, 38319, 38914, 38909, 38916, 38911, 38922, 38917, 38032, 38031, 38036, 38033, 38455, 08144, 38309, 38302, 38402, 38404, 38304, 38702, 38406, 38704, 38410, 38802, 38706, 38803, 38705, 38805, 38301, 38807, 38405, 38051. 38810, 38812, 38814, 38104, 38054

Advertisement

দূরপাল্লার ট্রেন বাতিল

* ৩০ জুন থেকে ২ জুলাই এবং ৬ জুলাই বাতিল করা হয়েছে হাওড়া-দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস। 

*৩০ জুন থেকে ২ জুলাই এবং ৬ জুলাই বাতিল করা হয়েছে 
হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। 

*৩০ জুন থেকে ২ জুলাই এবং ৬ জুলাই বাতিল করা হয়েছে সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস।

* ৬ জুলাই বাতিল করা হয়েছে হাওড়া-টিটাগড়/কান্তাবানজি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস। 

* ৫ জুলাই বাতিল করা হয়েছে জগদলপুর-হাওড়া শ্যামলেশ্বরী এক্সপ্রেস। 

* ৬ জুলাই বাতিল করা হয়েছে হাওড়া-জগদলপুর শ্যামলেশ্বরী এক্সপ্রেস।

* ৫ এবং ৬ জুলাই বাতিল করা হয়েছে হাওড়া-চক্রধরপুর/বোকারো স্টিল সিটি এক্সপ্রেস। চক্রধরপুর থেকেও এই ট্রেন বাতিল করা হয়েছে। 

* ৫ জুলাই বাতিল করা হয়েছে সম্বলপুর-শালিমার এক্সপ্রেস। ৬ জুলাই বাতিল করা হয়েছে শালিমার-সম্বলপুর এক্সপ্রেস। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement