Advertisement

MP সুনীল মণ্ডলের ভাইয়ের দেহ উদ্ধার কাঁকসায়, আত্মহত্যা না খুন?

দুর্গাপুর পূর্বের সাংসদ সুনীল মণ্ডলের ভাইয়ের মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। সোমবার সকাল ১১টা নাগাদ কাঁকসার মিনি বাজার সংলগ্ন এলাকায় একটি লরির ভিতরে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে অনুমান এলাকাবাসীর। স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে কাঁকসা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।

প্রতীকী ছবি
অনিল গিরি
  • দুর্গাপুর,
  • 06 Sep 2021,
  • अपडेटेड 1:32 PM IST
  • দুর্গাপুর পূর্বের সাংসদ সুনীল মণ্ডলের ভাইয়ের মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য
  • কাঁকসার মিনি বাজার সংলগ্ন এলাকায় একটি লরির ভিতরে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়
  • পুলিশের প্রাথমিক অনুমান বিষক্রিয়া থেকেই মৃত্যু হয়েছে

দুর্গাপুর পূর্বের সাংসদ সুনীল মণ্ডলের ভাইয়ের মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। সোমবার সকাল ১১টা নাগাদ কাঁকসার মিনি বাজার সংলগ্ন এলাকায় একটি লরির ভিতরে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে অনুমান এলাকাবাসীর। স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে কাঁকসা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।

 আত্মহত্যা নাকি খুন? তা নিয়ে উঠছে প্রশ্ন। মৃত্যুর কারণ খুঁজতে তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ। সাংসদ সুনীল মণ্ডলকে এই বিষয়ে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। মৃত বছর ৫০-এর কার্তিক মণ্ডল বীরভূমের ইলামবাজারে বসবাস করতেন। পেশায় তিনি গাড়ির চালক ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পুলিশের প্রাথমিক অনুমান বিষক্রিয়া থেকেই মৃত্যু হয়েছে। তবে সুনীল মণ্ডলের দাদা অনিল মণ্ডল জানান, "গতকাল রাতেই সে বেরিয়েছিল।" কেউ বিষ খাইয়ে দিয়েছে না নিজে খেয়েছে সেটা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ময়নাতদন্তের পর এই উঠে আসবে আসল ঘটনা।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement