Advertisement

Mukul Roy: মুকুল রায় ভেন্টিলেশনে, কী হয়েছে-কেমন আছেন? জানালেন পুত্র শুভ্রাংশু

গুরুতর অসুস্থ মুকুল রায়। কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বুধবার রাতে বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান মুকুল। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। মুকুলের শারীরিক অসুস্থতা নিয়ে বিশদে জানালেন তাঁর পুত্র শুভ্রাংশু রায়। 

অসুস্থ মুকুল রায়।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jul 2024,
  • अपडेटेड 10:57 AM IST
  • গুরুতর অসুস্থ মুকুল রায়।
  • একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
  • বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান মুকুল।

গুরুতর অসুস্থ মুকুল রায়। কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বুধবার রাতে বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান মুকুল। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। মুকুলের শারীরিক অসুস্থতা নিয়ে বিশদে জানালেন তাঁর পুত্র শুভ্রাংশু রায়। 

কী হয়েছে মুকুলের? 

দীর্ঘ বেশ কয়েক দিন ধরেই অসুস্থ একদা বঙ্গ রাজনীতির পোড়খাওয়া এই রাজনীতিক। গত কয়েক বছর ধরে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাড়িতেই বন্দি মুকুল। সেভাবে আর প্রকাশ্যে দেখা যায় না তাঁকে। চেহারাও ভেঙে পড়েছে মুকুলের। এর মধ্যেই মুকুল রায়ের চোট পাওয়ার খবর প্রকাশ্যে এল। ঠিক কী ঘটেছে? 

bangla.aajtak.in-এ মুকুল-পুত্র শুভ্রাংশু জানান, 'বাড়িতে বাথরুমের সামনে পড়ে যান। মাথায় রক্তপাত হয়। তারপরে রাতে ওটি করে বার করা হয়েছে। এখন ভেন্টিলেশনে রয়েছেন। উনি তো অসুস্থ ছিলেনই। অ্যাটেন্ডেন্ট সঙ্গে ছিল। কিন্তু পা স্লিপ করে পড়ে যান।'

গত বছর মার্চ মাসে মুকুলের মাথায় অস্ত্রোপচার করানো হয়েছিল। সেই সময় তাঁর মস্তিষ্কে একটি চিপ বসানো হয়েছিল বলে জানা গিয়েছিল। 


একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন মুকুল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্য়ন্ত আস্থাভাজন হিসাবে পরিচিত ছিলেন তিনি। সেই মুকুলই রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। পদ্ম শিবিরে সক্রিয় রাজনীতিক হিসাবে কাজ করেছিলেন মুকুল। ২০২১ সালে তিনি বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে প্রথমবার লড়ে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে জয়ী হন। কিন্তু নির্বাচনের ফল ঘোষণার কিছু দিনের মধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুল। তারপর থেকেই অসুস্থতার কারণে আর সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি মুকুলকে। বেশ কয়েকবার তাঁর কিছু 'অসংলগ্ন মন্তব্য' প্রকাশ্যে এসেছে। মুকুলের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, পত্নীবিয়োগের পর থেকেই মুকুল অনেকটাই ভেঙে পড়েছিলেন। 

Advertisement

লোকসভা নির্বাচনের আবহে ফের আলোচনায় উঠে এসেছিলেন মুকুল। তাঁর বাড়িতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, বিজেপি নেতা অর্জুন সিং।

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement