Advertisement

'জল্পনায় কান দেওয়ার সময় নেই', মুকুলকে নিয়ে বললেন দিলীপ

জল্পনা-কল্পনায় কান দেওয়ার সময় নেই, মুকুল রায়ের তৃণমূলে যোগ দেওয়ার জল্পনায় বললেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ
দীপক দেবনাথ
  • বনগাঁ,
  • 11 Jun 2021,
  • अपडेटेड 3:46 PM IST
  • মুকুল রায় ফিরতে পারেন তৃণমূলে
  • তা নিয়ে দিলীপ ঘোষ বললেন, জল্পনা কল্পনায় কান দেওয়ার সময় নেই

মুকুল রায়ের তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যজুড়ে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। তাঁদের পাশে দাঁড়ানো এখন দলের প্রধান ও প্রথম কাজ। তাই অন্য কোনও বিষয়ে নাক গলাবেন না। সাফ জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। 

আজ বনগাঁয় বিজেপির সাংগঠনিক বৈঠক ছিল। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। বৈঠক শেষে তিনি যখন বাইরে আসেন তখন সাংবাদিকরা তাঁকে মুকুল রায়ের তৃণমূলে ফেরার জল্পনা নিয়ে জিজ্ঞাসা করেন। উত্তরে দিলীপ বলেন, 'জল্পনা-কল্পনায় আমাদের কান দেওয়ার সময় নেই। রাজ্যে হাজার হাজার বিজেপি কর্মী মার খাচ্ছে, বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাদের নিয়ে আমরা চিন্তা করছি।'

আরও পড়ুন : VIDEO: তৃণমূলে যোগ মুকুলের, তৃণমূল ভবনের উদ্দেশ্যে রওনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রসঙ্গত, মুকুল রায় বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই তাঁর সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক নিয়ে বিভিন্ন জল্পনা শোনা যায়। মুকুলের বিজেপি-তে যোগদান দিলীপ ঘোষ ভালোভাবে নেননি বলেও শোনা যায়। মুকুল ঘনিষ্ঠদের দাবি, মুকুল রায় বিজেপি-তে গেলেও তিনি যোগ্য সম্মান পাননি। তাঁকে সর্বভারতীয় সহ সভাপতি করা হলেও কোনও ক্ষমতা দেওয়া হয়নি। 

ইতিমধ্যেই তৃণমূল ভবনে পৌঁছেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পৌঁছেছেন মুকুল রায়, শুভ্রাংশু রায়, সুব্রত মুখোপাধ্যায়। আজ বিকেল সাড়ে চারটের সময় মুকুলকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করার কথা সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement