Advertisement

নেতাজি এক্সপ্রেস, শনিবার রাতে হাওড়া থেকে যাত্রা হল শুরু

নেতাজি এক্সপ্রেস (Netaji Express)-এর যাত্রা হল শুরু। শনিবার ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)-র জন্ম দিবস। তাঁকে শ্রদ্ধা জানিয়ে ওই ট্রেন চালু করেছে ভারতীয় রেল। কালকা মেল (Kalka Mail)-এর নাম পাল্টে রাখা হয়েছে নেতাজি এক্সপ্রেস। ওইদিন রাতে নতুন ট্রেনের যাত্রা শুরু হয়।

নেতাজি এক্সপ্রেসের যাত্রা হল শুরু। শনিবার রাতে, হাওড়া থেকে। ছবি: বৈদ্যনাথ ঝা
বৈদ্য়নাথ ঝা
  • হাওড়া,
  • 24 Jan 2021,
  • अपडेटेड 5:06 PM IST
  • নেতাজি এক্সপ্রেসের যাত্রা হল শুরু
  • কালকা মেল-এর নাম পাল্টে রাখা হয়েছে নেতাজি এক্সপ্রেস
  • শনিবার রাতে নতুন ট্রেনের যাত্রা শুরু হয়

নেতাজি এক্সপ্রেস (Netaji Express)-এর যাত্রা হল শুরু। শনিবার ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)-র জন্ম দিবস। তাঁকে শ্রদ্ধা জানিয়ে ওই ট্রেন চালু করেছে ভারতীয় রেল। কালকা মেল (Kalka Mail)-এর নাম পাল্টে রাখা হয়েছে নেতাজি এক্সপ্রেস। ওইদিন রাতে নতুন ট্রেনের যাত্রা শুরু হয়।

হাওড়া স্টেশন (Howrah Station) থেকে যাত্রা শুরু করে হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস স্পেশাল। ওই ট্রেনে নেতাজির ছবি লাগানো হয়েছে। সেই ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছে রেল। নেতাজি এক্সপ্রেসের যাত্রা শুরুর সময় উপস্থিত ছিলেন রেলের কর্তারা।

কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)-র জন্ম দিবসকে উপলক্ষে ইতিমধ্যে পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেছে। দেশজুড়ে চলবে নেতাজি সম্পর্কিত অনেক কর্মকাণ্ড। মঙ্গলবার এই ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। ঠিক তার কয়েকঘণ্টার মধ্যেই নামবদল হল হাওড়া কালকা মেলের। নতুন নাম নেতাজি এক্সপ্রেস। ভারতীয় রেলের তরফে ট্যুইট করে একথা জানানো হয়েছে। কিন্তু এই নামবদল কিন্তু বাকি ৫টা নামবদলের মতো স্বাভাবিক নয়, কারণ এই হাওড়া-কালকা মেলের সঙ্গে জুড়েছিল নেতাজি সম্পর্কিত এই কাহিনী। 

কী সেই কাহিনী

ভারতের অন্যতম পুরনো রেল হাওড়া-কাল্কা মেল। যাত্রা শুরু করে ১৮৬৬ সালে। প্রথমে এর নাম ছিল ইস্ট ইন্ডিয়া রেলওয়ে মেল। ১৯৪১ সালে এর নাম বদলে হয় হাওড়া কালকা মেল। সেই সময়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর উপরে নজরদারি শুরু করে ইংরেজরা। নেতাজি তাদের চোখে ধুলো দিয়ে চলে আসেন বিহারের গোমোতে। এর পরেই এই হাওড়া-কালকা মেল করেই তিনি নিরুদ্দেশ হয়েছিলেন তাঁর পরবর্তী গন্তব্যে। তার পরের ইতিহাস সকলেরই জানা। ফলে নেতাজি সঙ্গে সম্পর্কিত দীর্ঘদিনের পুরনো এই রেলটির নাম এখন থেকে বদলে হল নেতাজি এক্সপ্রেস।

Advertisement

কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)-র ১২৫তম জন্মবার্ষিকী মহা সমারোহে পালন করতে তৈরি হল উচ্চপর্যায়ের কমিটি। যার চেয়ারম্যান প্রধানমন্ত্রা নরেন্দ্র মোদী। এই কমিটিতে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা অধীর চৌধুরি। 

এই কমিটিতে রাজনীতি থেকে শিক্ষা, ক্রীড়া থেকে সংস্কৃতি- সব অংশের মানুষ রয়েছেন। ৮৫ সদস্যের কমিটি তৈরি করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement