Advertisement

Nine pairs Twins Baby Within 24 Hours: ২৪ ঘণ্টায় ১৮টি যমজ শিশুর জন্ম, বর্ধমান মেডিক্যাল কলেজে 'মিব়াকল'

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে 'মিব়াকল'। ২৪ ঘণ্টায় ৯ জোড়া যমজ শিশুর জন্ম হল হাসপাতালে। একদিনে ১৮টি যমজ শিশুর জন্মের মতো ঘটনা রাজ্যে প্রথম বলেই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। অন্তত বর্ধমানের হাসপাতালে তো এই ঘটনা বিরলই। হাসপাতাল সূত্রে খবর, জন্ম নেওয়া ১৮ টি শিশুর মধ্যে ১১টিই কন্যা সন্তান। বাকি ৭টি পুত্র সন্তান। আপাতত মা এবং শিশু সকলেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন সুপার তাপস ঘোষ।

বর্ধমান মেডিক্যাল হাসপাতাল (সংগৃহীত)
Aajtak Bangla
  • বর্ধমান,
  • 18 Oct 2024,
  • अपडेटेड 11:57 AM IST

9 pairs Twins Baby Within 24 Hours: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে 'মিব়াকল'। ২৪ ঘণ্টায় ৯ জোড়া যমজ শিশুর জন্ম হল হাসপাতালে। একদিনে ১৮টি যমজ শিশুর জন্মের মতো ঘটনা রাজ্যে প্রথম বলেই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। অন্তত বর্ধমানের হাসপাতালে তো এই ঘটনা বিরলই। হাসপাতাল সূত্রে খবর, জন্ম নেওয়া ১৮ টি শিশুর মধ্যে ১১টিই কন্যা সন্তান। বাকি ৭টি পুত্র সন্তান। আপাতত মা এবং শিশু সকলেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন সুপার তাপস ঘোষ।

শিশুগুলির মধ্যে ৫টি শিশুর ওজন সামান্য কম থাকায় তাঁদের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। তাঁদের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট-এ রাখা হয়েছে। যদিও সব শিশুই সুস্থ এবং তাঁরা বিপদমুক্ত। সন্তানের জন্ম দেওয়া মায়েরাও সুস্থ আছেন। 

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের এমএসভিপি তাপস ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, একদিনে এতগুলি যমজ সন্তানের জন্ম পশ্চিমবঙ্গের কোন মেডিক্যাল কলেজে হয়তো হয়নি। তাই দিনটিকে বিশেষ দিন বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের প্রসূতি বিভাগের প্রধান মলয় সরকার বলেছেন, "পরিসংখ্যান অনুযায়ী সাধারণত ৮০ জনের মধ্যে এক জনের ক্ষেত্রে যমজ সন্তান জন্মায়।" তিনি আরও বলেন, ‘‘এটি রেফারেল হাসপাতাল। তাই অনেক ঝুঁকিপূর্ণ প্রসব করাতে হয় এখানে। যমজ সন্তানের প্রসব সবসময়েই ঝুঁকিপূর্ণ হয়। জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স সহ হাসপাতালের কর্মীরা চ্যালেঞ্জ নিয়েছেন।’’

চিকিৎসকেরা আরও জানান, যমজ শিশু জন্ম দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ ৷ সেক্ষেত্রে দু'টি শিশুর ওজন সিঙ্গল প্রেগন্যান্সির থেকে কম হয়, ফলে ঝুঁকি থেকেই যায় ৷ তবে এক্ষেত্রে কারও কোনও সমস্যা হয়নি। বিরল নজির গড়ে হাসপাতালে খুশির হাওয়া।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement