কলকাতায় এসে সন্দেশখালি নিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন নির্মলা সীতারামন। সন্দেশখালি ইস্যু নিয়ে রাজ্য সরকারের তুলোধনা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা বলেন, 'সন্দেশখালির কথা বলতে গিয়ে আমার শরীর কাঁপে। রাজ্য প্রশাসন কীভাবে এতদিন কীভাবে তাকে না ধরে থাকল? এখনও গ্রেফতার করেনি। আর এদিকে সংসদে মণিপুর নিয়ে কত আওয়াজ তুলছিল।' এদিন ন্যাশানাল লাইব্রেরির সেমিনার হল থেকে তিনি সন্দেশখালি নিয়ে সরব হন।
শেখ শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করব বলছে। নিশ্চয় জানেন কোথায় আছেন, নয় তো এত আত্মবিশ্বাসের সঙ্গে কীভাবে বলছেন?'
সন্দেশখালি প্রসঙ্গে বিজেপি মন্তব্য করলেই তৃণমূলও পাল্টা মণিপুরের উল্লেখ করছে। এই নিয়ে নির্মলা বলেন, 'মণিপুর নিয়ে সংসদে এরাই কত আওয়াজ তুলেছিল। আর এখানে সন্দেশখালিতে এমন নৈরাজ্য চলছে।'
এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। গাড়ি থেকেই তাঁদের সঙ্গে কথা বলেন নির্মলা। তাঁর কাছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা জানান, বরাদ্দের টাকা রাজ্য অন্য খাতে খরচ করছে। নির্মলা সীতারামনের কাছে অভিযোগ জানান তাঁরা।
এদিন আরও এক কেন্দ্রীয় মন্ত্রী, কিরেণ রিজুজুও সন্দেশখালি ইস্যুতে মুখ তোলেন। তিনি বলেন, 'সন্দেশখালিতে যা হয়েছে, তা শুধু পশ্চিমবঙ্গের ইস্যু নয়। এটা সম্পূর্ণ দেশের ইস্যু। তৃণমূল সরকার আগেও খারাপ কাজ করেছে, আগামিদিনেও খারাপ কাজ করবে। আমি দেশের সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলে গিয়েছি। পশ্চিমবঙ্গের মতো 'ফেইলড স্টেট' আমি আর কোথাও দেখিনি। সন্দেশখালির ইস্যু রাজনৈতিক নয়। এটা মানুষের ইস্য়ু।'