Advertisement

Suvendu Adhikari: 'আরজি কর কাণ্ডে আসল দায়ী মুখ্যমন্ত্রী,' গুরুতর মন্তব্য শুভেন্দুর

আরজি করের তরুণীর ধর্ষণ- খুন কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী বলে ফের বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কলকাতায় দলীয় এক কর্মসূচিতে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তদন্ত প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, "অভয়াকাণ্ডে আসল দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়"।

শুভেন্দু অধিকারী
বীথি দাস
  • কলকাতা,
  • 05 Nov 2024,
  • अपडेटेड 2:32 PM IST

আরজি করের তরুণীর ধর্ষণ- খুন কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী বলে ফের বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কলকাতায় দলীয় এক কর্মসূচিতে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তদন্ত প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, "অভয়াকাণ্ডে আসল দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়"।

অভয়াকাণ্ডে আসল দোষী হিসাবে বিরোধীরা বারবারই মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলছেন। বারবারই তাঁদের বলতে শোনা গেছে, অভয়াকাণ্ডে সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত হিসাবে দেখানো হলেও আসলে এর পিছনে একটা 'বৃহত্তর ষড়যন্ত্র' রয়েছে। আর এই ষড়যন্ত্রের মূলে নাকি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভয়াকাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে বারবার। বিরোধী রাজনৈতিক নেতাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী এই তথ্যপ্রমাণ লোপাটের পিছনে রয়েছে। অনেককে ইতিমধ্যেই অভিযোগ করতে শোনা গিয়েছে যে তাঁর নির্দেশেই ঘটনার দিন আরজি কর হাসপাতালের ক্রাইম সিন থেকে প্রমাণ লোপাট করা হয়েছে। বারবারই এই মামলায় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার দাবিও জানানো হয়েছে।

প্রসঙ্গত, সোমবার শিয়ালদা আদালতে সঞ্জয়কে তোলা হলে তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন। তারপর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করতে শোনা গিয়েছে। বলেন, "আমি প্রথম দিনই বলেছিলাম, এটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। প্রশ্ন তুললেন, মুখ্যমন্ত্রী আরজি করের ঘটনার পর মন্তব্য করেছিলেন সকাল থেকে তিনি মনিটর করছেন, সারারাত ঘুমাতে পারেননি। কি মনিটর করছেন? কীভাবে দেহ লোপাট করা যায়? সিবিআই/sর তদন্তে এগুলো আসা উচিত।"

সোমবার অভয়াকাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে তোলার পর চিকিৎসক কিঞ্জল নন্দকে বলতে শোনা গিয়েছে, "আমরা আন্দোলনকারী, আমরা তদন্তকারী দল নই। আমরা শুরু থেকেই বিচার বিভাগীয় তদন্ত চেয়েছি। সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া কাউকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়। সিবিআই কেন বিষয়টিতে গুরুত্ব দিয়ে দেখছে না? সিবিআইয়ের চার্জশিটে সঞ্জয় রায় ছাড়া আর কারও নাম নেই কেন? এটা সাধারণ মানুষকে ভাবাচ্ছে। এদিকে সঞ্জয় রায় বলেন, তাঁকে ফাঁসানো হয়েছে। তাঁকে কে ফাঁসিয়েছে, এটা সিবিআইয়ের সামনে আনা উচিত। সিবিআই তদন্ত দ্রুত করুক, অভয়া বিচার পাক। আমরা শুধু বিচার নয়, ন্যায় বিচার দাবি করি।"

Advertisement

প্রিজন ভ্যান থেকে অভিযুক্ত সঞ্জয় রায় নিজেকে নির্দোষ বলে দাবি করেন, সঙ্গে এও বলেন, সরকার তাঁকে ফাঁসাচ্ছে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement