Advertisement

Blast: বল ভেবে বোমায় লাথি, ফরাক্কায় মারাত্মক জখম ৪ শিশু

কুড়িয়ে পাওয়া বোমাকে বল ভেবে খেলতে গিয়ে মারাত্মক জখম হল ৪ শিশু। ঘটনায় তুমুল উত্তেজনা শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলার ফরাক্কার ইমামনগরে। জানা গেছে, আজ, সোমবার দুপুরে এলাকার একটি আমবাগানে খেলা করছিল ক'য়েকজন শিশু। সেই সময় একটি বোমা কুড়িয়ে পায় তারা। সেটিকে বল ভেবে খেলতে গেলে বিকট আওয়াজে ফেটে যায়। জখম হয় ওই শিশুরা।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Jun 2023,
  • अपडेटेड 3:35 PM IST
  • কুড়িয়ে পাওয়া বোমাকে বল ভেবে খেলতে গিয়ে মারাত্মক জখম হল ৪ শিশু।
  • ঘটনায় তুমুল উত্তেজনা শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলার ফরাক্কার ইমামনগরে।

কুড়িয়ে পাওয়া বোমাকে বল ভেবে খেলতে গিয়ে মারাত্মক জখম হল ৪ শিশু। ঘটনায় তুমুল উত্তেজনা শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলার ফরাক্কার ইমামনগরে। জানা গেছে, আজ, সোমবার দুপুরে এলাকার একটি আমবাগানে খেলা করছিল ক'য়েকজন শিশু। সেই সময় একটি বোমা কুড়িয়ে পায় তারা। সেটিকে বল ভেবে খেলতে গেলে বিকট আওয়াজে ফেটে যায়। জখম হয় ওই শিশুরা।

বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার লোকজন। জখম শিশুদের উদ্ধার করে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর যায় পুলিশে। বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী। ঘটনাস্থল থেকে বোমার অংশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাচ্চারা এলাকার একটি আমবাগানে খেলছিল। আচমকাই সেখানে থেকে বিস্ফোরণের বিকট শব্দ আসে। সেখানে গিয়ে দেখা যায়, চারটি শিশু জখম অবস্থায় পড়ে রয়েছে। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাগানেই একটি বলের মতো জিনিস পড়ে থাকতে দেখে সেটি নিয়ে খেলতে গিয়েছিল তারা। তাঁদের দাবি, কেউ ওই আমবাগানে বোমা লুকিয়ে রেখেছিল। 


 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement