Advertisement

Modi-Mamata Meeting: প্রধানমন্ত্রীকে রিপোর্ট দিয়েছি, যা ভাল বুঝবেন করেবন: মমতা

ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas)-এর ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে আজ অর্থাত্‍ শুক্রবার রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন পশ্চিম মেদিনীপুরে কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রী পর্যালোচনা বৈঠক করবেন। প্রথমে এই বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও শেষপর্যন্ত তিনি থাকছেন না বলেই জানা যাচ্ছে। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে বৈঠকে আমন্ত্রণ জানানোতেই আপত্তি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরে অবশ্য মোদীর সঙ্গে আলাদা করে ১৫ মিনিটের বৈঠক করেন মমতা।

মোদী-মমতা বৈঠক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 May 2021,
  • अपडेटेड 3:57 PM IST
  • মমতা-মোদীর বৈঠকে থাকবেন রাজ্যপালও
  • আকাশপথে পরিদর্শন মমতার
  • ভোটের পর এই প্রথম রাজ্যে মোদী

ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas)-এর ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে আজ অর্থাত্‍ শুক্রবার রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন পশ্চিম মেদিনীপুরে কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রী পর্যালোচনা বৈঠক করবেন। প্রথমে এই বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও শেষপর্যন্ত তিনি থাকছেন না বলেই জানা যাচ্ছে। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে বৈঠকে আমন্ত্রণ জানানোতেই আপত্তি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরে অবশ্য মোদীর সঙ্গে আলাদা করে ১৫ মিনিটের বৈঠক করেন মমতা।

ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ হাজার কোটি টাকা

এখনও বিভিন্ন জেলা থেকে ক্ষয়ক্ষতির যে হিসেব পেয়েছে নবান্ন, তার ভিত্তিতেই সেই রিপোর্ট তৈরি হয়েছে। প্রাথমিক রিপোর্টে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। প্রায় ১ কোটি মানুষ ইয়াসের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

মোদীকে রিপোর্ট

রাজ্যে ইয়াসে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে বিস্তারিত রিপোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৫ মিনিটের মোদী-মমতা বৈঠক

আলাদা করে মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কলাইকুণ্ডায় ১৫ মিনিট বৈঠক করলেন। 

মোদীর বৈঠকে নেই মমতা

ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে হাজির থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে ঘূর্ণিঝড়ের রাজ্যের ক্ষয়ক্ষতির হিসেব তিনি পাঠিয়ে দেবেন প্রধানমন্ত্রীকে। বৃহস্পতিবার সাগরদ্বীপ থেকে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্যই এই সিদ্ধান্ত।

ভুবনেশ্বরে মোদী

ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা বৈঠকে মোদী। সঙ্গে রয়েছেন নবীন পট্টনায়েক।

ত্রাণ নিয়ে দুর্নীতি বরদাস্ত নয়

হিঙ্গলগঞ্জ কলেজে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ত্রাণ নিয়ে যেন কোনো দুর্নীতি না হয়। প্রত্যেক মানুষই যেন ত্রাণ পায় সে ব্যবস্থা করতে হবে। এলাকায় নদীর বাঁধের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে ১৫ দিনের মধ্যে রাজ্যের আধিকারিকরা গ্রামে ঢুকবেন এবং তারা খতিয়ে দেখবেন ক্ষতির পরিমাণ ।ক্ষতিগ্রস্তদের পরিবারের  সঙ্গে কথা বলবেন । প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়া হবে ক্ষতিপূরণ ।

Advertisement

হিঙ্গলগঞ্জ পৌঁছালেন মুখ্যমন্ত্রী

ইয়াস বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনার পরিস্থিতি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী।

হিঙ্গলগঞ্জে প্রশাসনিক বৈঠক মমতার

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বললেন।

ওড়িশায় প্রধানমন্ত্রী

ওড়িশায় ইয়াস কবলিত এলাকা পরিদর্শনে ভুবনেশ্বর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিভিউ মিটিং করবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে। বালেশ্বর ও ভদ্রক জেলায় আকাশপথে পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

রওনা হলেন মমতা

ঘূর্ণিঝড় ইয়াস কবলিত এলাকাগুলি পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে হিঙ্গলগঞ্জ সাগরে প্রশাসনিক বৈঠক করার পর কলাইকুন্ডা  প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর দিঘায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করবেন তিনি তিনি আজ হাওড়া ডুমুর জেলা হেলিপ্যাড থেকে আকাশ পথে রওনা দিয়েছেন।

বাংলার জন্য কোনও ত্রাণ প্যাকেজ?

ইয়াস বিধ্বস্ত বাংলার উপকূলবর্তী এলাকার জন্য কি স্পেশাল কোনও ত্রাণ প্যাকেজ ঘোষণা করবেন প্রধানমন্ত্রী?


মমতা-মোদীর বৈঠকে থাকবেন রাজ্যপালও

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠকের সময় উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।  এদিকে, প্রধানমন্ত্রী আসবেন বলে গতকাল রাত থেকে কলাইকুণ্ডা সংলগ্ন এলাকায় বেহাল ৬ নম্বর জাতীয় সড়ক মেরামতির কাজ জোরকদমে শুরু করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।  

আকাশপথে পরিদর্শন মমতার

এদিন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আকাশপথে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় ইয়াস কবলিত এলাকা পরিদর্শন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি সাগরে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন। এরপর যাবেন দিঘায়। পূর্ব মেদিনীপুরে আকাশপথে পরিদর্শনের পরে দিঘায় জেলা প্রশাসনের সঙ্গে রিভিউ মিটিং করবেন। 

ভোটের পর এই প্রথম রাজ্যে মোদী

একুশের নির্বাচনী যুদ্ধের পর আজই প্রথম বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী। গত সপ্তাহে করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন মমতা। মমতা জানান, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে। ওড়িশাতেও যাবেন। উনি দিঘা হয়ে কলাইকুণ্ডায় আসবেন। কলাইকুণ্ডার ইয়াসে ক্ষতি নিয়ে একটি রিভিউ মিটিং করব।' 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement