Advertisement

বঞ্চনার অভিযোগ, শীতের রাতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থানে অতিথি অধ্যাপকেরা

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় (Raiganj University)-এর অতিথি অধ্যাপক (Guest Professor)-রা আন্দোলন শুরু করলেন। মঙ্গলবার থেকে তাঁরা বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান শুরু করেছেন। দাবি না-মেটা পর্যন্ত তা চলবে বলে জানিয়েছেন তাঁরা।

আন্দোলনকারী অতিথি অধ্যাপকেরা। মঙ্গলবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের। ছবি: রূপককুমার ঘোষ
Aajtak Bangla
  • রায়গঞ্জ,
  • 22 Dec 2020,
  • अपडेटेड 8:54 PM IST
  • রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকরা আন্দোলন শুরু করলেন
  • মঙ্গলবার থেকে তাঁরা বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান শুরু করেছেন
  • আন্দোলনকারীদের দাবি দীর্ঘদিন আগেই উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ের দাবি

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় (Raiganj University)-এর অতিথি অধ্যাপক (Guest Professor)-রা আন্দোলন শুরু করলেন। মঙ্গলবার থেকে তাঁরা বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান শুরু করেছেন। দাবি না-মেটা পর্যন্ত তা চলবে বলে জানিয়েছেন তাঁরা।

স্টেট এইডেড কলেজ টিচার্স (স্যাক্ট বা SACT)-এর আওতায় আনার দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকরা। এদিন সন্ধে থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন তাঁরা। রায়গঞ্জ ইউনিভার্সিটি গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশনের ২৪ জন অতিথি অধ্যাপক আন্দোলন শুরু করেছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি পূরণের ব্যাপারে তাঁদের কোনও আশ্বাস দেননি বলে অভিযোগ। আর তাই আন্দোলনকারীরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। এমনই জানিয়েছেন তাঁরা। আন্দোলনকারীদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের দাবি পূরণের ব্যাপারে স্পষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত তাঁরা দিনরাত অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন।

আন্দোলনকারীদের তরফে অতিথি অধ্যাপক দেবপ্রিয়া ঘোষ জানান, "পাঁচবছর আগে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের চু্ক্তিভিত্তিক ও অস্থায়ী অধ্যাপকরা স্টেট এডেড কলেজ টিচার্স আইন অনুযায়ী স্থায়ীকরণ ও আর্থিক সুবিধা পেলেও আমরা অতিথি অধ্যাপকরা এখনও পর্যন্ত সেই সুবিধা পাচ্ছি না। এর দাবিতে আমরা অনির্দিষ্টকালের জন্য এখানেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব।"

সংগঠনের পক্ষে রাগিব আলি মিনাজ বলেন, "মুখ্যমন্ত্রীর উদ্দ্যোগে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় এমনকি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়েও অস্থায়ী অধ্যাপকদের স্যাক্টের অধীনে আনা হয়েছে। কিন্তু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও আমাদের ব্যাপারে কোনও ব্যবস্থা করেনি। এই লকডাউনে আমাদের কোনও বেতন বা টাকাপয়সাও দেয়নি। আর আমাদের সঙ্গে গত দুদিনেও কেউ কথা বলেননি। আমাদের দাবি পুরণ না হলে এই অবস্থান বিক্ষোভ চলবে।"

তবে এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় (Raiganj University)-এর রেজিস্ট্রার দুর্লভ সরকারের দাবি, "আন্দোলনকারীদের দাবি দীর্ঘদিন আগেই উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর স্যাক্টের বিষয়টি কলেজের বিষয়। এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনও সম্পর্ক নেই। তাই ওঁদের ব্যাপারে যা ব্যবস্থা নেওয়ার সেটা সরকার নিতে পারবে।"

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement