ভ্যাপসা গরমে অবশেষে স্বস্তি দিতে আসছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকে টানা ৭ দিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্য দিকে, মাসের শেষে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না, সেদিকে নজর রাখছে হাওয়া অফিস।
বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৭ মে পর্যন্ত রাজ্যে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া। কোনও কোনও এলাকায় হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিমি।
অন্য দিকে, আজ থেকে উত্তরের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। কোনও কোনও জেলায় হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।
ঘূর্ণিঝড়ের আশঙ্কা
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২২ মে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে। এরপর এটি উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে আগামী ২৪ তারিখ নাগাদ মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে কেন্দ্রীভূত হতে পারে। নিম্নচাপটি তৈরি হলে তা ঘনীভূত হয়ে গভীর এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার মাঝারি সম্ভাবনা রয়েছে। আগেই হাওয়া অফিস ইঙ্গিত দিয়েছিল মে মাসের শেষে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে। তবে নিম্নচাপ শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না, সেদিকে নজর রাখা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, এখনও পর্যন্ত যা ইঙ্গিত, এটা উত্তর পশ্চিম দিকে বেঁকে যাবে। ফলে দক্ষিণবঙ্গে এর প্রভাব পড়ার তেমন আশঙ্কা নেই এখনও পর্যন্ত।
কবে আসছে বর্ষা?
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী ১৯ মে-র মধ্যেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং বঙ্গোপসাগরের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকবে। ওই অঞ্চলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢোকার স্বাভাবিক সময় ২২ মে। অর্থাৎ, ৩ দিন আগেই পা রাখছে বর্ষা। অন্য দিকে, দেশের মধ্যে কেরলে সবার আগে বর্ষা ঢোকে। দক্ষিণের এই রাজ্যে বর্ষা আসার স্বাভাবিক সময় ১ জুন। এবার কেরলে ৩১ মে বর্ষা ঢুকতে পারে বলে আশা করা হচ্ছে। বাংলায় বর্ষা আসার স্বাভাবিক সময় ৬-৭ জুন। এ রাজ্যে উত্তরবঙ্গে প্রথমে বর্ষা ঢোকে। বাংলায় জুনের প্রথম সপ্তাহেই পা রাখতে পারে বর্ষা।
কলকাতায় কত তাপমাত্রা?
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রির কাছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াসে,যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং ন্যূনতম ৪৮ শতাংশ। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে রাজ্যে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
তাপপ্রবাহের সতর্কতা
হাওয়া অফিস জানিয়েছে, আজ পশ্চিম বর্ধমান, বীরভূমের কোথাও কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।