Rain in Bengal: ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর বৃহস্পতিবার জানিয়েছে, মায়ানমার সংলগ্ন পূর্ব বঙ্গোপসাগরের ওপর যে ঘূর্ণাবর্ত ছিল সেটি আগামী ২৪ ঘন্টার মধ্যে পূর্ব বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটি আগামী দিনে আরো শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। সেটি উত্তর-পশ্চিম অভিমুখে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে দিকে আসবে।
পশ্চিমবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শনিবার দক্ষিণ ২৪ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়্গ্রাম দুই মেদিনীপুরের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দুদিন পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ২ অক্টোবর নাগাদ উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতায় আগামী ২৪ ঘন্টায় আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ও থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ সর্বনিম্ন ২৮ ডিগ্রীর কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।