মাদককাণ্ডে এবার ধৃত রাকেশ সিং এবং পামেলা গোস্বামীকে মুখোমুখি বসিয়ে জেরা করলেন লালবাজারের গোয়েন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে পামেলার মোবাইল ফোন থেকে একটি অডিও ক্লিপ পাওয়া গিয়েছে, যা গোয়েন্দাদের হাতে এসেছে। সেই অডিও ক্লিপ পরীক্ষা করছে লালবাজার।
এছাড়াও রাকেশ সিং এর সঙ্গে কথোপকথনের বেশ কিছু মেসেজ হাতে এসেছে গোয়েন্দাদের। আজ আলিপুর আদালতে পেশ করার আগে অনেকটাই তথ্য সংগ্রহ করে রাখতে চাইছে গোয়েন্দা বিভাগ। জেরায় আগেই পামেলা জানিয়েছিলেন, তাঁকে মাদক সরবরাহ করতেন বিজেপি নেতা রাকেশ সিং। এমনটাই পুলিশ সূত্রে দাবি। মঙ্গলবার দিনভর বিভিন্ন ঘটনা পরম্পরার পর রাতের পূর্ব বর্ধমানের গলসি থেকে বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করে পুলিশ। এরপর বুধবার আদালতে তোলা হয় তাঁকে।
ধৃত বিজেপি নেতার আইনজীবী আদালতে দাবি করেন, লালবাজারের গোয়েন্দা দফতরের এক কর্তা, রাকেশের সঙ্গে ধৃত জিতেন্দ্র সিংকে বিচারকের সামনে তাঁর মক্কেলের বিরুদ্ধে গোপন জবানবন্দি দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। পুলিশ সূত্রে দাবি, ক্লিপে মাদক পাচারচক্রের পিছনে থাকা কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। প্রকাশ্যে এসেছে তৃণমূল কংগ্রেসের এক নেতার হোয়াটস অ্যাপ চ্যাট।
রাকেশ সিং ও পামেলার আইনজীবীর বক্তব্য শুনে বিচারক ধৃত বিজেপি নেতাকে ১ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷ চলতি মাসের ১৯ তারিখ কোকেন সহ নিউ আলিপুরে গ্রেফতার হন বিজেপি-র যুব মোর্চার রাজ্য সম্পাদক পামেলা গোস্বামী। ধৃত যুব বিজেপি নেত্রীই দাবি করেন, বিজেপির নেতা রাকেশ সিংকে গ্রেফতার করা হোক। পুলিশ সূত্রে দাবি, জেরায় ধৃত যুব বিজেপি নেত্রী পামেলা স্বীকার করেছেন, তাঁকে কোকেন সরবরাহ করতেন বিজেপি নেতা রাকেশ সিংহ।