Advertisement

Sealdah Train Cancel: শিয়ালদা লাইনে ২০-২১ জুলাই একাধিক ট্রেন বাতিল-রুট বদল, ভোগান্তির আশঙ্কা

নৈহাটি-ব্যাণ্ডেল রুটে নৈহাটি ও গরিফার মধ্যে আপ লাইনে মেরামতির কাজ হবে। সেই কারণে ওই লাইনে ট্রেন চলাচল নিয়ে বিজ্ঞপ্তি জারি করল পূর্ব রেল। বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

লোকাল ট্রেন বাতিল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jul 2024,
  • अपडेटेड 3:22 PM IST
  • নৈহাটি-ব্যাণ্ডেল রুটে নৈহাটি ও গরিফার মধ্যে আপ লাইনে মেরামতির কাজ হবে
  • বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে

নৈহাটি-ব্যাণ্ডেল রুটে নৈহাটি ও গরিফার মধ্যে আপ লাইনে মেরামতির কাজ হবে। সেই কারণে ওই লাইনে ট্রেন চলাচল নিয়ে বিজ্ঞপ্তি জারি করল পূর্ব রেল। বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও কয়েকটি দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। কয়েকটি লোকাল ট্রেনের যাত্রাপথ আগেই শেষ হবে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ২০ জুলাই রাত সাড়ে ১১টা থেকে ২১ জুলাই সকাল সাড়ে ৭টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ওই ট্র্যাফিক ব্লক চলবে। এদিকে, ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবস। দূরের জেলাগুলি থেকে রাজ্যের শাসকদলের সমর্থকরা দু'দিন বা একদিন আগেই কলকাতা চলে আসেন। তবে, কলকাতার পাশের জেলাগুলি থেকে তৃণমূলের কর্মী-সমর্থকরা দিনের দিনই আসেন। সেক্ষেত্রে ২১ জুলাই একদম সকালে নৈহাটি-ব্যাণ্ডেল রুটে কোনও ট্রেন চলবে না। তাতে কলকাতা আসার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন রাজ্যের শাসকদলের নেতা কর্মীরা।  

২০ তারিখ কোন কোন ট্রেন বাতিল:

  • নৈহাটি - ব্যান্ডেল: আপ 37557/ ডাউন 37558
  • শিয়ালদা - শান্তিপুর: আপ 31541/ ডাউন 31540
  • শিয়ালদা – রানাঘাট: আপ 31631/ ডাউন 31636
  • কল্যাণী সিমন্তা – নৈহাটি: ডাউন 31192

২১ জুলাই রবিবার ট্রেন বাতিল:

  • নৈহাটি - ব্যান্ডেল: আপ 37521, 37523, 37525, 37527/ ডাউন 37522, 37524, 37526, 37528
  • শিয়ালদা - কৃষ্ণনগর: আপ 31811, 31813 / আপ 31812, 31814
  • শিয়ালদা – শান্তিপুর: আপ 31511, 31513 / ডাউন 31514, 31516
  • শিয়ালদা – রানাঘাট: আপ 31611 / ডাউন 31614
  • নৈহাটি - কল্যাণী সীমান্ত: আপ 31191
  • শিয়ালদা – কল্যাণী সীমান্ত: আপ 31311, 31313 / ডাউন 31314, 31316
  • রানাঘাট – নৈহাটি: আপ 31711 / ডাউন 31712

রবিবার যে যে ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে

Advertisement

13106 বালিয়া - শিয়ালদা এক্সপ্রেস, 13160 যোগবানি - কলকাতা এক্সপ্রেস, 15050 গোরখপুর - কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস, 13154 মালদা টাউন - শিয়ালদহ গৌর এক্সপ্রেস, 13186 জয়নগর - শিয়ালদা গঙ্গা সাগর এক্সপ্রেস নৈহাটির বদলে ডানকুনি হয়ে যাবে।

শনিবার মেল/এক্সপ্রেস ট্রেনের পুনঃনির্ধারণ

13142 নিউ আলিপুরদুয়ার - শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেস নিউ আলিপুরদুয়ার থেকে বিকেল সাড়ে ৫টায় ছাড়বে। 
13164 সহরসা - শিয়ালদা হাটে বাজার এক্সপ্রেস সহরসা থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছাড়বে।
13190 বালুরঘাট - শিয়ালদা এক্সপ্রেস বালুরঘাট থেকে রাত সাড়ে ১১টায় বালুরঘাট থেকে ছাড়বে।
13146 রাধিকাপুর – কলকাতা এক্সপ্রেস রাধিকাপুর থেকে রাত ১১টায় ছাড়বে।

ট্রেনের সংক্ষিপ্ত সমাপ্তি/ সংক্ষিপ্ত উৎপত্তি

31341 শিয়ালদহ - কল্যাণী সিমন্ত লোকাল ২০ তারিখ কল্যাণী সীমান্ত স্টেশনের পরিবর্তে নৈহাটি স্টেশন পর্যন্ত যাবে।
31312 কল্যাণী সীমান্ত - শিয়ালদহ লোকাল ২১ তারিখ কল্যাণী সীমান্ত স্টেশনের পরিবর্তে নৈহাটি স্টেশন থেকে ছাড়বে।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement