Advertisement

RG Kar Doctor Mother: তরুণী ডাক্তারের মায়ের খোলা চিঠি, লিখলেন, 'স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা...'

শিক্ষক দিবসে খোলা চিঠি দিলেন আরজি করের তরুণী চিকিৎসকের মা। আবেগঘন চিঠিতে নিজের মেয়েকে হারানোর কষ্টের কথা তুলে ধরেছেন এবং বিচারের আর্জি জানিয়েছেন। সেই সঙ্গে সমস্ত শিক্ষক ও আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আরজি করের চিকিৎসকের মায়ের খোলা চিঠি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Sep 2024,
  • अपडेटेड 9:25 AM IST
  • শিক্ষক দিবসে খোলা চিঠি দিলেন আরজি করের তরুণী চিকিৎসকের মা।
  • আবেগঘন চিঠিতে নিজের মেয়েকে হারানোর কষ্টের কথা তুলে ধরেছেন এবং বিচারের আর্জি জানিয়েছেন।
  • সেই সঙ্গে সমস্ত শিক্ষক ও আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

শিক্ষক দিবসে খোলা চিঠি দিলেন আরজি করের তরুণী চিকিৎসকের মা। আবেগঘন চিঠিতে নিজের মেয়েকে হারানোর কষ্টের কথা তুলে ধরেছেন এবং বিচারের আর্জি জানিয়েছেন। সেই সঙ্গে সমস্ত শিক্ষক ও আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

'আমি হতভাগিনী তিলোত্তমার মা বলছি,' দিয়ে চিঠির শুরু করেছেন তিনি। 'মেয়ের হয়ে' সকল শিক্ষক শিক্ষিকাকে প্রণাম জানিয়েছেন। তিনি জানান, তাঁর মেয়ে ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত। তাঁর এই স্বপ্নপূরণে শিক্ষকদের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, 'আপনাদের মত ভাল ভাল শিক্ষককে সে পাশে পেয়েছিল বলেই, তার ডাক্তার হওয়ার স্বপ্ন সফল করতে পেরেছিল।'

তিনি বলেন, তাঁর মেয়ের চিকিৎসক হওয়ার পিছনে মূল লক্ষ্য ছিল মানুষের সেবা করা। তিনি লিখেছেন, 'আমার মেয়ে বলত, মা আমার টাকা পয়সা চাই না। শুধু চাই নামের পাশে অনেকগুলো ডিগ্রি। অনেক অনেক রোগীর যেন সেবা করতে পারি।'

RG Kar: চিকিৎসকের মায়ের খোলা চিঠি

কিন্তু সেই স্বপ্নের মৃত্যু ঘটে গত ৯ অগাস্ট। আরজি করের সেমিনার হলে চিকিৎসকের নির্যাতন-মৃত্যুর ঘটনা গোটা দেশকে স্তম্ভিত করে দিয়েছে। তরুণী চিকিৎসকের মায়ের কথায়, 'বৃহস্পতিবার ঘর থেকে বেরিয়ে হাসপাতালে অনেক রোগীকে পরিষেবা দেয় এবং অন ডিউটিরত অবস্থায় কিছু দুর্বৃত্তের হাতে বলি হয়। চরম নিষ্ঠুরভাবে তাঁর স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করা হয়।'

চিঠির শেষে তিলোত্তমার মা বিচারের আর্জি জানিয়েছেন। তিনি চিকিৎসক সমাজ এবং সাধারণ মানুষকে এই ঘটনায় সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর আর্জি, 'আপনাদের কাছে যদি কোনও তথ্য প্রমাণ থাকে, তবে তা সামনে আনুন।'

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement