Advertisement

Justice Rally Today: আজ 'ন্যায় বিচার যাত্রা' সোদপুর থেকে ধর্মতলা, কখন থেকে শুরু?

আরজি করকাণ্ডের প্রতিবাদের আঁচ ক্রমেই বাড়ছে। শনিবার 'ন্যায় বিচার যাত্রা'র ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। শনিবার দুপুর ২টো থেকে শুরু হবে এই কর্মসূচি। সোদপুর থেকে ধর্মতলার অনশনমঞ্চ পর্যন্ত মিছিল যাবে।

আরজি করকাণ্ডে প্রতিবাদ অব্যাহত।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Oct 2024,
  • अपडेटेड 8:30 AM IST
  • আরজি করকাণ্ডের প্রতিবাদের আঁচ ক্রমেই বাড়ছে।
  • শনিবার 'ন্যায় বিচার যাত্রা'র ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
  • সোদপুর থেকে ধর্মতলার অনশনমঞ্চ পর্যন্ত মিছিল যাবে।

আরজি করকাণ্ডের প্রতিবাদের আঁচ ক্রমেই বাড়ছে। শনিবার 'ন্যায় বিচার যাত্রা'র ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। শনিবার দুপুর ২টো থেকে শুরু হবে এই কর্মসূচি।সোদপুর থেকে ধর্মতলার অনশনমঞ্চ পর্যন্ত মিছিল যাবে। 

১০ দফা দাবিতে ধর্মতলায় আমরণ অনশন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। অনশন চালাতে গিয়ে কয়েক জন জুনিয়র চিকিৎসক অসুস্থও হয়ে পড়েছেন। শনিবার ১৫ দিনে পড়ল অনশন। কলকাতার পাশাপাশি, উত্তরবঙ্গ মেডিক্যালেও অনশন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ১০ দফা দাবির সমর্থনে বৃহস্পতিবার গণস্বাক্ষর সংগ্রহ করেন তাঁরা। 

আজ ন্যায় বিচার যাত্রা।

অন্য দিকে, নিজেদের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। রাজ্য সরকারকে ফের ডেডলাইন দিলেন তাঁরা। সোমবারের মধ্যে সব দাবি না মানা হলে ফের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। শুক্রবার সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন জুনিয়ররা। বৈঠক শেষে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, 'সোমবারের মধ্যে মুখ্যমন্ত্রী যদি দাবি না মানেন, তবে মঙ্গলবার স্বাস্থ্য ক্ষেত্রে সর্বাত্মক ধর্মঘটে যেতে বাধ্য হব।' ওই ধর্মঘটে সিনিয়র চিকিৎসকরাও যোগ দেবেন বলে জানানো হয়েছে। 

আরজি করকাণ্ডে ২ মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চলছে। এর আগে, কর্মবিরতি করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। পরে তা তুলে নেন। তবে আন্দোলন জারি রেখেছেন। অতীতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেছিলেন তাঁরা। সেই সময় অবস্থান মঞ্চে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকের ডাক দেওয়া হয়। তবে সেই বৈঠক শেষপর্যন্ত ভেস্তে যায়। এর আগে, নবান্ন সভাঘরেও বৈঠক ভেস্তে গিয়েছিল। পরে অবশ্য, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কালীঘাটের বাড়িতে দীর্ঘ বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। দীর্ঘ সেই বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের দাবি মতো কলকাতার পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানো হয়েছে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement