Advertisement

'লালঝান্ডাকে বাঁচাতে হলে মমতার হাত শক্ত করুন', বার্তা ঋতব্রতর

বামপন্থীদের উদ্দেশ্যে এক বার্তা দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "লালঝান্ডাকে বাঁচাতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত শক্ত করুন।" ঋতব্রত দাবি করেন, "মানুষ সরকার বলেছেন, ত্রিপুরায় বুলডোজার দিয়ে সিপিআইএম-এর পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাংলায় তা হয়নি। গণতন্ত্রে বিরোধীদের কণ্ঠস্বর থাকুক। কিন্তু যা পরিস্থিতি তাতে সমস্ত মানুষের ঐক্যবদ্ধ হওয়ার দরকার, আর তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সম্ভব।" 

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
ভোলানাথ সাহা
  • আরামবাগ,
  • 29 Sep 2021,
  • अपडेटेड 8:34 AM IST
  • '২০২১-র ভোট ছিল রাজ্য বাঁচানোর লড়াই'
  • 'ত্রিপুরায় সিপিআইএম-র পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়া হয়েছে'
  • মন্তব্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের

"আমাদের রাজ্যে সবচেয়ে বড় বামপন্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)", হুগলির আরামবাগে (Arambagh) এক অনুষ্ঠানে যোগ দিত গিয়ে এমনটাই বললেন তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, "২০১৯-এর লোকসভা নির্বাচনে অনেক বামপন্থী বিজেপিকে ভোট দিয়েছিলেন। ২০২১-এর নির্বাচনে যখন সেই বামপন্থীরাই উপলব্ধি করলেন যে বিজেপির মতো ফ্যাসিস্ট শক্তিকে আটকাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সেটা সম্ভব, তখন তারাই সরাসরি তৃণমূলকে ভোট দেয়। কারণ এটা রাজ্য বাঁচানোর লড়াই ছিল, দেশ বাঁচানোর লড়াই ছিল, এবং সবচেয়ে বড় কথা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই ছিল।" 

এদিন বামপন্থীদের উদ্দেশ্যে এক বার্তাও দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "লালঝান্ডাকে বাঁচাতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত শক্ত করুন।" ঋতব্রত দাবি করেন, "মানুষ সরকার বলেছেন, ত্রিপুরায় বুলডোজার দিয়ে সিপিআইএম-এর পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাংলায় তা হয়নি। গণতন্ত্রে বিরোধীদের কণ্ঠস্বর থাকুক। কিন্তু যা পরিস্থিতি তাতে সমস্ত মানুষের ঐক্যবদ্ধ হওয়ার দরকার, আর তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সম্ভব।" 

অন্যদিক এদিন কানহাইয়া কুমারের কংগ্রেসে যোগ দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে হলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা কংগ্রেস ও সিপিআইএম-এর অভ্যন্তরীণ বিষয়।" প্রসঙ্গত মঙ্গলবারই কংগ্রেসে যোগ দেন কানহাইয়া কুমার (Kanhaiya Kumar) ও গুজরাটের নির্দল বিধায়ক জিগনেশ মেওয়ানি (Jignesh Mewani)। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement