Advertisement

Sandeshkhali Case: সন্দেশখালিতে শুভেন্দুকে যেতে ফের অনুমতি হাইকোর্টের, জামিন BJP-র বিকাশের

সন্দেশখালিতে যেতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বুধবার এই অনুমতি দিয়েছে আদালত। অন্য দিকে, সন্দেশখালিতে ধৃত বিজেপি নেতা বিকাশ সিংয়ের জামিন এদিন মঞ্জুর করল আদালত।

শুভেন্দু অধিকারী, বিকাশ সিং (বাঁ দিক থেকে)।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Feb 2024,
  • अपडेटेड 6:07 PM IST
  • সন্দেশখালিতে যেতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।
  • সন্দেশখালিতে ধৃত বিজেপি নেতা বিকাশ সিংয়ের জামিন এদিন মঞ্জুর করল আদালত।
  • প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে অধরা সন্দেশখালিকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত শেখ শাহজাহান।

সন্দেশখালিতে যেতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বুধবার এই অনুমতি দিয়েছে আদালত। অন্য দিকে, সন্দেশখালিতে ধৃত বিজেপি নেতা বিকাশ সিংয়ের জামিন এদিন মঞ্জুর করল আদালত। সন্দেশখালিতে অশান্তি বাধানোর অভিযোগে বিকাশকে গ্রেফতার করেছিল পুলিশ। মঙ্গলবার জামিন পান প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। আইএসএফ নেত্রী আয়েশা বিবিও জামিন পেয়েছেন বলে খবর। 

গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশের পর শেষ পর্যন্ত সন্দেশখালিতে যান বিরোধী দলনেতা। শুভেন্দুকে কাছে পেয়ে নানা ক্ষোভ, অভিযোগের কথা জানান সন্দেশখালির বাসিন্দারা। শাঁখ বাজিয়ে, ফুল ছড়িয়ে শুভেন্দুকে বরণ করেন সন্দেশখালির বাসিন্দাদের একাংশ। পরে ধৃত বিজেপি নেতা বিকাশ সিংহের বাড়িতে যান শুভেন্দু। সন্দেশখালিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বলেছিলেন, 'সন্দেশখালি মমতার চেয়ার করবে খালি।' আগামী ২৬ তারিখ ফের আসবেন বলেও জানিয়েছেন শুভেন্দু। বুধবার শুভেন্দুকে ফের সন্দেশখালি যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট। 

সন্দেশখালির বাসিন্দাদের উদ্দেশে বিরোধী দলনেতা বলেছিলেন, 'রাতে পুলিশের পোশাক পরে কেউ এলে শাঁখ বাজাবেন। যত মন্দির আছে, মাইক লাগিয়ে রাখবেন। কেউ ঘরে এলেই চোর এসেছে, দস্যু এসেছে বলে ওই মাইকে চিৎকার করতে হবে। সন্ধ্যার পর অচেনা লোক এলে, পুলিশ এলে শাঁখ বাজাবেন।' শুভেন্দু এ-ও বলেছেন, 'চিন্তা নেই। সিবিআই আসছে। শেখ শাহজাহানকে বান্ডিল করব।'

অন্য দিকে, ঘটনার প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে অধরা সন্দেশখালিকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত শেখ শাহজাহান। তৃণমূলের এই দাপুটে নেতা প্রসঙ্গে বুধবার এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতা লিখেছেন, 'গতকাল রাত ১২টা থেকে মমতার পুলিশের সেফ কাস্টডিতে রয়েছেন শাহজাহান। তাঁকে বেড়মজুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নিয়ে যাওয়া হয়েছে। প্রভাবশালী মধ্যস্থতাকারীদের মাধ্যমে মমতার পুলিশের সঙ্গে ডিল করেছেন শাহজাহান। পুলিশ এবং বিচারবিভাগীয় হেফাজতে যখন থাকবেন, সেই সময় যাতে তাঁর যথাযথ যত্ন নেওয়া হয়, তাই নিয়ে রফা হয়েছে।' এরপরই শুভেন্দু লিখেছেন, শাহজাহানকে ফাইভ স্টারের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মোবাইল ফোন দেওয়া হবে। যাতে ভার্চুয়ালি তৃণমূলকে নেতৃত্ব দিতে পারেন। শুভেন্দুর সংযোজন, 'উডবার্ন ওয়ার্ডে তাঁর জন্য বেড রাখা হচ্ছে।'
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement