Advertisement

Seikh Sahajahan: 'আমার বাবাকে...', এবার চাঞ্চল্যকর দাবি করলেন শাহজাহানের মেয়ে সাবিনা

৫৫ দিন পলাতক থাকার পর পুলিশের হাতে গ্রেফতার হন শেখ শাহজাহান। সেখান থেকে সিআইডি। তারপর সিবিআই হেফাজতে শেখ শাহজাহান। সূত্রের খবর, শাহজাহানরা তিন ভাই। তাঁর দুই কন্যাও রয়েছে। এতদিন সরাসরি তাঁর পরিবারের কাউকেই শাহজাহানকে নিয়ে মুখ খুলতে দেখা যায়নি। মাঝে তাঁর ভাই সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিলেও এবার মুখ খুললেন শাহজাহান কন্যা সাবিনা।

শেখ শাহজাহান। ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Mar 2024,
  • अपडेटेड 5:11 PM IST
  • ৫৫ দিন পলাতক থাকার পর পুলিশের হাতে গ্রেফতার হন শেখ শাহজাহান।
  • সেখান থেকে সিআইডি। তারপর সিবিআই হেফাজতে শেখ শাহজাহান।

৫৫ দিন পলাতক থাকার পর পুলিশের হাতে গ্রেফতার হন শেখ শাহজাহান। সেখান থেকে সিআইডি। তারপর সিবিআই হেফাজতে শেখ শাহজাহান। সূত্রের খবর, শাহজাহানরা তিন ভাই। তাঁর দুই কন্যাও রয়েছে। এতদিন সরাসরি তাঁর পরিবারের কাউকেই শাহজাহানকে নিয়ে মুখ খুলতে দেখা যায়নি। মাঝে তাঁর ভাই সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিলেও এবার মুখ খুললেন শাহজাহান কন্যা সাবিনা।

এ দিন বসিরহাট আদালতে তোলা হয় শাহজাহানকে। সিবিআই-এর ঘেরাটোপে তাঁকে নিয়ে আসা হয় সেখানে। বিচারক তাঁর জামিনের আবেদন নাকচ করে দেন। আরও ৪দিন সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয় তাঁকে। আজ আদালত চত্ত্বরে বাবাকে দেখতে এসেছিলেন সাবিনা। এ দিন সংবাদ মাধ্যমে সাবিনা জানান তাঁর বাবা নির্দোষ। তাঁর বাবাকে ফাঁসানো হয়েছে। কিন্তু কে ফাঁসিয়েছে, সে কথা বলেননি তিনি। সাবিনা বার বার দাবি করেন, তাঁর বাবাকে ফাঁসানো হয়েছে। তাঁর বাবা নির্দোষ।

এ দিন শুনানির সময় শাহজাহানের আইনজীবী জামিনের আবেদন করেন বিচারকের কাছে। অন্যদিকে, শাহজাহানকে নিজেদের হেফাজতে পেতে চায় সিবিআই। আদালত সিবিআই-এর আবেদন মঞ্জুর করেন। সিবিআই-এর আইনজীবী জানান, শাহজাহানের মোবাইল ফোন দু’টি এখনও মেলেনি, তদন্তের স্বার্থে প্রমাণ জোগাড় করা প্রয়োজন। 

উল্লেখ্য, পুলিশ গ্রেফতার করে আদালতে তোলার সময় আত্মবিশ্বাসী দেখাচ্ছিল শাহজাহানকে। কিন্তু সিবিআইয়ের হেফাজতে যাওয়ার পর সেই মেজাজ উধাও হয়েছে। সিবিআই কার্যত টানা জেরা করছে শেখ শাহজাহানকে। তবে তাঁকে হেফাজতে পেলেও এখনও খোঁজ মেলেনি শাহজাহানের দু’টি মোবাইল ফোনের। গোয়েন্দাদের দাবি, এই ফোন ব্যবহার করেই গত ৫ জানুয়ারি তিন মিনিটে ২৮ বার কল করেছিলেন শাহজাহান। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement