Advertisement

Sealdah Line Trains: এবার শিয়ালদহ লোকালে ঝাঁ চকচকে ফার্স্ট ক্লাস কামরা! ভাড়া কত?

লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস কামরা চালু হচ্ছে এই রাজ্যে। প্রাথমিক ভাবে শিয়ালদহ ডিভিশনের তিনটি রুটে প্রথম শ্রেণির কামরা চালু করা হচ্ছে। পূর্ব রেলের সদর দফতর থেকে ইতিমধ্যেই এর সবুজ সংকেত মিলেছে। মুম্বইয়ের শহরতলির লোকাল ট্রেনে ইতিমধ্যেই এই ধরনের ফার্স্ট ক্লাস কামরা রয়েছে। প্রথম শ্রেণির কামরার ভাড়া সামান্য বেশি। তবে যাত্রীদের আকর্ষণ করতে, তা আমজনতার নাগালের মধ্যেই রাখা হবে। 

শিয়ালদহ মাতৃভূমিতে প্রথম শ্রেণি
Aajtak Bangla
  • শিয়ালদহ,
  • 22 Nov 2023,
  • अपडेटेड 11:38 AM IST
  • লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস কামরা চালু হচ্ছে এই রাজ্যে। প্রাথমিক ভাবে শিয়ালদহ ডিভিশনের তিনটি রুটে প্রথম শ্রেণির কামরা চালু করা হচ্ছে।
  • পূর্ব রেলের সদর দফতর থেকে ইতিমধ্যেই এর সবুজ সংকেত মিলেছে।
  • মুম্বইয়ের শহরতলির লোকাল ট্রেনে ইতিমধ্যেই এই ধরনের ফার্স্ট ক্লাস কামরা রয়েছে।

লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস কামরা চালু হচ্ছে এই রাজ্যে। প্রাথমিক ভাবে শিয়ালদহ ডিভিশনের তিনটি রুটে প্রথম শ্রেণির কামরা চালু করা হচ্ছে। পূর্ব রেলের সদর দফতর থেকে ইতিমধ্যেই এর সবুজ সংকেত মিলেছে। মুম্বইয়ের শহরতলির লোকাল ট্রেনে ইতিমধ্যেই এই ধরনের ফার্স্ট ক্লাস কামরা রয়েছে। প্রথম শ্রেণির কামরার ভাড়া সামান্য বেশি। তবে যাত্রীদের আকর্ষণ করতে, তা আমজনতার নাগালের মধ্যেই রাখা হবে। 

প্রাথমিকভাবে একটি মাতৃভূমি লোকালেই এই প্রথম শ্রেণির কামরা যোগ করার কথা ছিল। কিন্তু এবার ৩ টি রুটেই প্রথম শ্রেণির কামরা চালু করছে রেল।

কোন কোন ট্রেনে?
শিয়ালদহ-রানাঘাট (৩১০০১ এবং ৩১০০২), শিয়ালদহ-নৈহাটি (৩১৪২৩ ও ৩১৪৩২) এবং শিয়ালদহ-ব্যারাকপুর (৩১২৩০ এবং ৩১২৩১) রুটে মাতৃভূমি লোকালের ট্রেনে বিশেষ প্রথম শ্রেণির কামরা যোগ করবে রেল। 

কী কী সুবিধা?
দূরপাল্লার আধুনিক ট্রেনে মতো, প্রথম শ্রেণির কামরায় গদি আঁটা সিট পাবেন। অনেক বেশি সাফ-সুতরো, ঝাঁ চকচকে। তাছাড়া ভাড়া কিছুটা বেশি হওয়ায় ভিড়ও কম হবে বলে মনে করা হচ্ছে। 

ভাড়া কত হবে?
সাধারণভাবে শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত ৭৪ কিলোমিটারের জন্য ২০ টাকার টিকিট কাটতে হয়। প্রথম শ্রেণির কামরা চালু হলে, তাতে চড়তে হলে আপনাকে ১১০ টাকার টিকিট কাটতে হবে।

এই রুটে অনেকেই নিত্যযাত্রী। তাঁদের জন্য মান্থলিরও অপশন রয়েছে। এমনিতে এই রুটে মান্থলি ৩৫৫ টাকা। সেখানে ফার্স্ট ক্লাসের আলাদা মান্থলি। দক্ষিণা ১,২৭০ টাকা। 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement