Cyclone Dana LIVE Updates: দানা-র ল্যান্ডফল প্রক্রিয়া শেষ, গভীর নিম্নচাপে ভারী বৃষ্টির পূর্বাভাস

Aajtak Bangla | কলকাতা | 25 Oct 2024, 9:19 AM IST

শুক্রবার গভীর রাতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় দানা। রাত দেড়টা থেকে সাড়ে ৩টের মধ্যে ওড়িশার ভিতরকণিকা এবং ধামারার কাছে আছড়ে পড়ল দানা। ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ ঘণ্টায় ১২০ কিমি। দানার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলছে। 

শুক্রবার গভীর রাতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় দানা। রাত দেড়টা থেকে সাড়ে ৩টের মধ্যে ওড়িশার ভিতরকণিকা এবং ধামারার কাছে আছড়ে পড়ল দানা। ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ ঘণ্টায় ১২০ কিমি। দানার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলছে। 


হাওয়া অফিস জানিয়েছে,  আজ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। আজ দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। 

9:19 AM (1 ঘন্টা আগে)

৭ জেলায় আরও বৃষ্টির পূর্বাভাস

Posted by :- Souradip

আগামী ২-৩ ঘণ্টায় কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে আরও বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস।

9:08 AM (1 ঘন্টা আগে)

কলকাতা বিমানবন্দরে ফ্লাইট অপারেশন শুরু হয়েছে

Posted by :- sanjoy patra

সকাল ৮টা থেকে কলকাতা বিমানবন্দরে ফ্লাইট অপারেশন পুনরায় চালু হল। বৃহস্পতিবার রাত থেকে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে ঘূর্ণিঝড় দানার কারণে। 

8:55 AM (2 ঘন্টা আগে)

এখনও ল্যান্ডফল চলবে

Posted by :- Arindam

হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন বলছে, এখনও ল্যান্ডফল চলছে ঘূর্ণিঝড় দানা-র। ওড়িশার উপূকলে ধামারা ও ভিতরকণিকার মধ্যেই স্থলভাগে ল্যান্ডফল হয়েছে। বর্তমানে ঝড়ের গতিবেগ ৯০ থেকে ১০০ কিমি। সর্বোচ্চ গতিবেগ ১১০ কিমি প্রতি ঘণ্টা। এখনও ১ থেকে ২ ঘণ্টা ল্যান্ডফল চলবে। 

8:34 AM (2 ঘন্টা আগে)

দানার বেগ সামান্য কমল

Posted by :- Souradip

হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে দানার বেগ ঘণ্টায় ৯০-১০০ কিমি, সর্বোচ্চ বেগ ঘণ্টায় ১১০ কিমি। ল্যান্ডফলের প্রক্রিয়া সম্পন্ন হতে আরও ১-২ ঘণ্টা লাগবে। 

8:02 AM (2 ঘন্টা আগে)

দানার দাপটের মধ্যেই সুখবর ওড়িশায়

Posted by :- Souradip

দাপট দেখাচ্ছে দানা। শুক্রবার মধ্যরাতে আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড়। দুর্যোগের ঘনঘটার মধ্যেই মুখে হাসি ফুটল ওড়িশায়। ঘূর্ণিঝড়ের কারণে স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছিল ৪ হাজার ৪৩১ অন্তঃসত্ত্বাকে। তাঁদের মধ্যে নবজাতকের জন্ম দিয়েছেন  ১৬০০ মহিলা। একথা জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

7:47 AM (3 ঘন্টা আগে)

আরও ১ ঘণ্টা ধরে তাণ্ডব চালাবে দানা

Posted by :- Souradip

এখনও চলছে ল্যান্ডফল প্রক্রিয়া। হাওয়া অফিস জানিয়েছে, আরও ১ ঘণ্টা ধরে তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় দানা। 

7:29 AM (3 ঘন্টা আগে)

দিঘায় প্রবল জলোচ্ছ্বাস

Posted by :- Souradip

দানার দাপটে দিঘায় উত্তাল সমুদ্র। প্রবল জলোচ্ছ্বাস। মন্দারমণিতে নিচু এলাকায় ঢুকল জল। বকখালিতেও উত্তাল সমুদ্র। 

7:14 AM (3 ঘন্টা আগে)

২-৩ ঘণ্টার মধ্যে আরও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Posted by :- Souradip

হাওয়া অফিস জানিয়েছে, ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রামে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

7:00 AM (3 ঘন্টা আগে)

ওড়িশায় বন্ধ বিমানবন্দর

Posted by :- Souradip

রাতভর দানার তাণ্ডব। ঘূর্ণিঝড়ের দাপটে ভুবনেশ্বরে বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।

 

6:55 AM (4 ঘন্টা আগে)

দানার দাপটে ভাঙল গাছ

Posted by :- Souradip

দানার দাপটে ওড়িশার ধামারায় ভেঙে পড়ল গাছ। গভীর রাতে ধামারার কাছেই আছড়ে পড়ে ঘূর্ণিঝড়।

 

 

6:50 AM (4 ঘন্টা আগে)

বন্ধ ট্রেন-বিমান পরিষেবা

Posted by :- Souradip

ঘূর্ণিঝড় দানার তাণ্ডবের কারণে ১৫ ঘণ্টা ধরে বন্ধ কলকাতা বিমানবন্দর। আজ সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বিমানবন্দর। বন্ধ ট্রেন চলাচলও। বন্ধ রাখা হয়েছে ফেরি পরিষেবাও।

6:39 AM (4 ঘন্টা আগে)

রাতভর নবান্নে মুখ্যমন্ত্রী

Posted by :- Souradip

ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় রাত জাগলেন মুখ্যমন্ত্রী। নবান্নে রাতভর রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি পর্যালোচনা করছেন তিনি। 

6:23 AM (4 ঘন্টা আগে)

দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস

Posted by :- Souradip

হাওয়া অফিস জানিয়েছে,  আজ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। আজ দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। 

6:19 AM (4 ঘন্টা আগে)

ভেঙে পড়ল একাধিক গাছ

Posted by :- Souradip

ঘূর্ণিঝড়ের দানার তাণ্ডবে ওড়িশার ধামারায় ভেঙে পড়ল একাধিক গাছ। এখনও পর্যন্ত বিশদে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

6:12 AM (4 ঘন্টা আগে)

এখনও চলছে ল্যান্ডফলের প্রক্রিয়া

Posted by :- Souradip

হাওয়া অফিস জানিয়েছে, এখনও ল্যান্ডফলের প্রক্রিয়া চলছে। আরও ১-২ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফলের প্রক্রিয়া। তারপরে ধীরে ধীরে শক্তিক্ষয় হবে। শক্তিশালী ঘূর্ণিঝড় দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

6:05 AM (4 ঘন্টা আগে)

আছড়ে পড়ল দানা

Posted by :- Souradip

শুক্রবার গভীর রাতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় দানা। রাত দেড়টা থেকে সাড়ে ৩টের মধ্যে ওড়িশার ভিতরকণিকা এবং ধামারার কাছে আছড়ে পড়ল দানা। ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ ঘণ্টায় ১২০ কিমি। দানার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলছে।