Advertisement

Shootout : পান্ডবেশ্বরে গাড়ি লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা মহিলার

শনিবার রাত ৮টা নাগাদ গাড়ি করে বাড়ি ফিরছিলেন বেবি বেগম নামে ওই মহিলা। চালক গাড়ি চালাচ্ছিলেন। আর ওই মহিলা বসেছিলেন পিছনের সিটে। অভিযোগ, জোয়ালডাঙ্গা রেলগেট আসতেই কেউ বা কারা তাঁর গাড়ি লক্ষ্য কর গুলি চালায়। গুলি বাড়ির দরজা ভেদ করে ভিতরে ঢুকলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। যার জেরে অল্পের জন্য বেঁচে যান বেবি বেগম। 

গাড়িতে গুলির দাগ
অনিল গিরি
  • পান্ডবেশ্বর,
  • 09 May 2021,
  • अपडेटेड 9:42 AM IST
  • সন্ধ্যেবেলা চলল গুলি
  • গুলি লক্ষ্যভ্রষ্ট, রক্ষা মহিলার
  • পশ্চিম বর্ধমানের পান্ডবেশ্বরের ঘটনা

ভর সন্ধ্যেবেলা শ্যুটআউট (Shootout)। অল্পের জন্য রক্ষ মহিলার। শনিবার ঘটনাটি ঘটেছে পান্ডবেশ্বরের (Pandaveswar) জোয়ারডাঙ্গা রেলগেটের কাছে। ঘটনায় ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ ওই মহিলা। শ্যুটআউটের পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

জানা গিয়েছে শনিবার রাত ৮টা নাগাদ গাড়ি করে বাড়ি ফিরছিলেন বেবি বেগম নামে ওই মহিলা। চালক গাড়ি চালাচ্ছিলেন। আর ওই মহিলা বসেছিলেন পিছনের সিটে। অভিযোগ, জোয়ালডাঙ্গা রেলগেট আসতেই কেউ বা কারা তাঁর গাড়ি লক্ষ্য কর গুলি চালায়। গুলি বাড়ির দরজা ভেদ করে ভিতরে ঢুকলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। যার জেরে অল্পের জন্য বেঁচে যান বেবি বেগম। 

এরপর সোজা তিনি চলে যান পান্ডবেশ্বর থানায়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে নির্দিষ্ট করে বলতে না পারলেও তাঁর অনেক শত্রু রয়েছে বলে জানান ওই মহিলা। ঘটনার পর থেকেই আতঙ্কিত এলাকাবাসী। 

জানা গিয়েছে ওই মহিলার প্রয়াত স্বামীর নাম নূরে আলম। ওই ব্যক্তি এক সময় বেআইনি কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানা যাচ্ছে। সেক্ষেত্রে বেআইনি কয়লা ব্যবসা সংক্রান্ত কোনও পুরনো শত্রুতা জেরে নাকি অন্য কোনও কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। 

প্রসঙ্গত নির্বাচনের সময় থেকেই বারংবার উত্তপ্ত হয়েছে পান্ডবেশ্বর। নির্বাচনের আগে ও পরে ঘটেছে বিভিন্ন সংঘর্ষের ঘটনাও। আর এবার চলল গুলি। ভোটের পরে এই শ্যুটআউটের ঘটনায় নতুন করে শিরোনামে উঠে এল পান্ডবেশ্বর। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement