Train Derailed: রাঙাপনির কাছে ফের রেল দুর্ঘটনা। লাইনচ্যুত হল পেট্রোল-ডিজেল বোঝাই মালগাড়ি। শুক্রবার ট্রেনটি রাঙাপানি থেকে বিহারের উদ্দেশে যাচ্ছিল। সেই সময় দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। প্রায় ১৫ দিন আগে আরেকটি পণ্যবাহী মালগাড়ি লাইনচ্যুত হয়। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
সূত্রের খবর, রাঙাপানিতে ট্রেন ইয়ার্ডে ডাউন লাইনে ঢোকে মালগাড়িটি। ট্যাঙ্কার ভর্তি করতে যাওয়ার সময় মালগাড়ির দু’টি বগি লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিক ও কর্মীরা। বড় কোনও ক্ষয়ক্ষতির হয়নি বলেই জানা যায়।
লাইনচ্যুত বগি দু’টি ওঠানোর কাজ শুরু হয়। ডাউন লাইনে লাইনচ্যুত হওয়ায় ট্রেন পরিষেবার কোনও ব্যাঘাত ঘটেনি। মেন লাইনে পরিষেবা স্বাভাবিক রয়েছে।
গত ১৭ জুন এই একই জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটি মালগাড়ি ধাক্কা মেরেছিল। একই লাইনে উঠে পড়ে আরেকটি ট্রেন, পিছন থেকে মালগাড়ির ধাক্কায় বেলাইন হয়ে উল্টে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দু'টি কামরা। দুমড়ে মুচড়ে যায় বগি।এনজেপি থেকে কয়েক কিলোমিটার দূরে রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি ত্রিপুরার আগরতলা থেকে কলকাতার শিয়ালদা স্টেশনে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মালগাড়ির চালক সহ ৯ জনের মৃত্যু হয়। ৩০ জনেরও বেশি আহত হন বলে সরকারি রিপোর্ট।
গত ৩১ জুলাই উত্তরবঙ্গের রাঙাপানিতে লাইনচ্যুত হয় মালগাড়ি। ফাঁসিদেওয়ার রাঙাপানিতে এই দুর্ঘটনা ঘটে। পণ্যবাহী ট্রেনের দু'টি বগি লাইনচ্যুত হয়, কেউ আহত হয়নি। সাময়িকভাবে বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। এদিন সকাল ১১টা নাগাদ রাঙাপানিতে মালগাড়ি ট্রেনের দু'টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।