একুশের নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেন শিশির অধিকারী। রাজ্যজুড়ে বিজেপি ভালো ফল করবে বলেও আশাপ্রকাশ করেছিলেন তিনি। তবে তাঁর ভবিষ্যৎবাণী ফলেনি। রাজ্যে আশানুরূপ ফল করেনি গেরুয়া শিবির। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। তারপর থেকে ভোটের ফলাফল নিয়ে আর তেমন মুখ খোলেননি কাঁথির সাংসদ। তবে আজ তিনি বিস্ফোরক অভিযোগ করলেন।
আজতক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শিশিরবাবু বলেন, 'রাজ্যে ভালো ফল করত বিজেপি। তবে কাউন্টিংয়ে কারচুপি হয়েছে। একথা সবাই জানে। এখন দিনের আলোর মতো তা পরিষ্কার। কাউন্টিংয়ে কারচুপির জন্যই তৃণমূল অত আসন পেয়েছে।'
আরও পড়ুন : 'কেঁচো খুঁড়তে কেউটে বেরবে', ইয়াস-ক্ষতিতে শুভেন্দুকে টার্গেট অভিষেকের
ভোটের আগে শিশিরপুত্র শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, অবিভক্ত মেদিনীপুর (পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম) জেলার ৩৫টি আসনের মধ্যে সবকটিই পাবে বিজেপি। কিন্তু, ভোটের ফলাফলের পর দেখা যায়, বেশিরভাগ আসন পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বরং ২০১৯-এর লোকসভার থেকেও খারাপ ফল করেছে বিজেপি। এই বিষয়ে শিশিরবাবু বলেন, 'ভালো ফল হওয়ার কথা ছিল। কিন্তু, হয়নি। এজন্যও কাউন্টিংয়ে কারচুপি দায়ী।'
শিশিরবাবু আরও অভিযোগ করেন, মিথ্যের উপর দাঁড়িয়ে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মানুষকে তারা বোকা বানাচ্ছে। আজ না হলেও এর ভবিষ্যতে এর ফলাফল হাতে নাতে পাবে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল।
প্রসঙ্গত, বাংলায় বিধানসভা নির্বাচনের মুখে গত ২১ মার্চ এগরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে BJP-তে যোগ দেন শিশির অধিকারী। সেই সভা থেকে তিনি বলেন, 'অত্যাচারীদের হাত থেকে বাংলাকে বাঁচান। আমরা আপনাদের পাশে রয়েছে। আমাদের পরিবার আপনাদের পাশে রয়েছে।'